দেশের মিডিয়া অঙ্গনের জনপ্রিয় দম্পতি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। একসঙ্গে একই ছাদের নিচে ১২ বছর কাটিয়ে দিয়েছেন তারা। এখনো তাদের মধ্যেকার খুনসুটি, বোঝাপড়া ভক্তদের মুগ্ধ করে। সম্প্রতি ‘মিনিস্ট্রি অব লাভ’ অর্থাৎ ভালোবাসার গল্পে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন ফারুকী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হয়ে গেল এর আনুষ্ঠানিকতাও।
এদিন মঞ্চে উঠেই ফারুকী পুরো প্রজেক্টের সমস্ত কৃতিত্ব দেন স্ত্রী তিশাকে। এরপর তিশা বললেন, সহধর্মিণী হিসেবে আমি তাকে উৎসাহ দেই, সাহস জোগাই, ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। কাজের ক্ষেত্রে হোক বা সেটা অন্য কোনো বিষয়ে। সে যেটা বলেছে এই প্রজেক্টের মূল চিন্তাটা আমার, সেটা নয়। অনেকদিন ধরে সে আমাকে বলছিল একটা প্রেমের গল্প করতে চাই। তখন আমি বললাম, একটা কেন? করলে অনেকগুলো করতে হবে। কারণ, একটা দিয়ে তো খুব বেশি পরিবর্তন সম্ভব হয় না। সেই জায়গা থেকে ও হয়তো সেটার উদ্যোগ নিয়েছে। মোস্তফা সারয়ার ফারুকীর স্ত্রী হিসেবে অনেকেই তিশাকে পরিচালনায় দেখতে চান। কিন্তু এ বিষয়ে আগ্রহ নেই অভিনেত্রীর। বরং এই পরিচালকের সঙ্গে ১২ বছর সংসার করে তিনি বুঝতে পেরেছেন পরিচালনা খুবই কঠিন কাজ। তিশার কথায়, আমি যখন পরিচালকের সঙ্গে ছিলাম না তখন পরিচালনার কথা ভাবতাম। আমি ১২ বছর ধরে পরিচালকের সঙ্গে থাকছি। এখন সেটা করতে চাই না। কারণ, পরিচালনা অনেক কঠিন একটা কাজ। উল্লেখ্য, ফারুকীর তত্ত্বাবধানে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য ১২টি সিনেমা বানানো হয়েছে। আর পুরো প্রজেক্টের নাম রাখা হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ (ভালোবাসার মন্ত্রণালয়)। যেগুলো নির্মাণ করেছেন ১২ জন নির্মাতা।