ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জায়েদ খানকে লিগ্যাল নোটিশ

জায়েদ খানকে লিগ্যাল নোটিশ

নারীদের নিয়ে বেশ আগ্রহ সহকারে কথা বলেন জায়েদ খান। সুযোগ পেলেই জাহির করতে চান, নারীরা তার প্রতি দুর্বল। এবার পড়েছেন বিপাকে। সম্প্রতি চলমান প্রশ্ন, নারীরা কীসে আটকায়? এর উত্তরে জায়েদ বলেছেন, নারী জায়েদ খানে আটকায়। তাতেই বেধেছে বিপত্তি। নারী জায়েদ খানে আটকায় বক্তব্যটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে জায়েদকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।

ঢাকা জজ কোর্টের আইনজীবী মুনিমা মান্নান আজ রোববার এ লিগ্যাল নোটিশ দেন। ওই নোটিশে বলা হয়েছে, ১২ আগস্ট একটি বাংলা ছবির সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’ বক্তব্যটি দেন। যা বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টিভি এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়। আরো উল্লেখ করা হয়েছে, এ বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীদের সম্মান ক্ষুণ্ন ও হেয়প্রতিপন্ন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত