প্রথম দিনে ৪০ কোটি আয় করল ‘গাদার ২’
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
মুক্তি পেয়েছে সানি দেওলের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘গাদার ২’। প্রত্যাশা অনুযায়ী সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছে। অনিল শর্মা পরিচালিত ফিল্মটি একটি দুর্দান্ত উদ্বোধনের সাক্ষী হয়েছে। অক্ষয় কুমারের ‘ও মাই গড ২’-এর সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া সত্ত্বেও ‘গাদার ২’ বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনার হিসেবে ম্যাজিক দেখিয়েছে বক্স অফিসে। স্যাকনিল্কের প্রাথমিক অনুমান অনুসারে সিনেমাটি প্রথম দিনে ৪০ কোটি রুপি আয় করেছে। ২০২৩ সালে শাহরুখ খানের পাঠানের পর এটিই প্রথম দিনের আয়ে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম দিনে সিনেমাটি ৬০ শতাংশের বেশি দখল দেখিয়েছে প্রেক্ষাগৃহে। রাতের শোগুলো অত্যাশ্চর্যজনকভাবে ৮৬ শতাংশ দখল পেয়েছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, ‘গাদার ২’ সপ্তাহান্তে প্রায় ১২০ কোটি রুপি আয় করতে সক্ষম। এ ছাড়া স্বাধীনতা দিবসের বর্ধিত ছুটি মিলিয়ে ১৭৫ কোটি রুপি আয় করতে পারে এটি।
বক্স অফিস ইন্ডিয়ার তথ্য মতে, সিনেমাটি দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান, বিহার এবং গুজরাট এলাকায় বেশ কয়েকটি একক স্ক্রিনে রেকর্ড ব্রেকিং আয় করেছে। তবে পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গে প্রত্যাশা অনুযায়ী আয় করেনি ‘গাদার ২’। এদিকে বক্স অফিসের পাশাপাশি দর্শক মহলেও দারুণ প্রশংসিত হচ্ছে গাদার ২। এর মধ্যেই সিনেমা বিশ্লেষকরা সিনেমাটির প্রশংসা করে নিজেদের মতামত জানিয়েছেন। প্রশংসা পাচ্ছে সমালোচকদেরও। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গাদার’ সে বছর সবচেয়ে বেশি আয়কারী সিনেমা হয়ে ওঠে। বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায়ও রয়েছে এটি। ভারত-পাকিস্তানের দাঙ্গা ও দাঙ্গা-পরবর্তী সময়ে নিজের স্ত্রীকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে তারা সিংয়ের লড়াই নিয়েই সিনেমার মূল গল্প। তারা সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল এবং সখিনা চরিত্রে অভিনয় করেছেন আমিশা প্যাটেল। ‘গাদার ২’-তেও একই চরিত্রে অভিনয় করেছেন দুইজন।