‘অমর সঙ্গী’ সিনেমায় সোহিনী

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

কলকাতার সিনেমার সময়টা হঠাৎ কেমন যেন পানসে হয়ে গেছে। ছবিগুলো বক্স অফিসে জমছে না। গল্প আর নির্মাণেও খুব একটা জৌলুস নেই বলা চলে। তবে চলছে নানা রকম এক্সপেরিমেন্ট। একটা ব্লকবাস্টার হিটের খোঁজে সবাই। সেই তাগিদে পর্দায় আসছে নতুন জুটি। সিনেমায় এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন ভাগ করবেন সোহিনী সরকার ও বিক্রম চট্টোপাধ্যায়। তাদের ছবির নাম ‘অমর সঙ্গী’। এ ছবির পরিচালনার দায়িত্বে আছেন দিব্যি চট্টোপাধ্যায়। এটাই তার প্রথম ছবি। অর্থাৎ অমর সঙ্গী দিয়েই টলিউডে তিনি ডেবিউ করতে চলেছেন। এর আগেও অমর সঙ্গী নামে একটি ছবি বাংলা হয়েছে। সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বিজয়েতা পণ্ডিতকে দেখা গিয়েছিল। এটা কি তবে সেই ছবির সিকুয়েল নাকি অনুপ্রেরণা থেকে বানানো? পরিচালক বলেন, ‘এটা একটা ফিল গুড ছবি। এ ছবির সব চরিত্রই ভীষণ ভালো। তবে এর সঙ্গে আফসোস সিরিজে আমরা যেমন ডার্ক হিউমার মিশিয়ে ছিলাম, সেটার চেষ্টা করা হচ্ছে।’ এ ছবির গল্প আবর্তিত হবে অনুরাগ ও জয়ীকে কেন্দ্র করে। এ দুই চরিত্রে থাকবেন বিক্রম ও সোহিনী। তারা ছোটবেলার বন্ধু, যাদের বিয়ে ঠিক হয়েছে।

কিন্তু এমন একটা ঘটনা ঘটে যায় যা তাদের জীবনের গতিপথ বদলে দেয়। এমন অবস্থায় কী করবে অনুরাগ ও জয়ী, সেটাই এ ছবিতে দেখা যাবে। ছবিতে অভিনয় প্রসঙ্গে সোহিনী বলেন, ‘দিব্য আর বিক্রমকে বহুদিন ধরেই চিনি। ফলে আশা করছি মজা করে কাজটা করতে পারব। তাছাড়া এ ধরনের কাজ করতে আমার বেশ ভালোই লাগে।’ বিক্রম বলেন, ‘আগে কখআে সোহিনীর সঙ্গে কাজ করিনি। ও ভীষণ ভালো অভিনেত্রী। তাই ওর সঙ্গে কাজ করব ভেবে আমি খুশি।’ গতকাল শুরু হয়েছে এ ছবির শুটিং। অভিনব ঘোষ প্রযোজিত ছবির শুটিং মূলত উত্তর ও দক্ষিণ কলকাতায় হবে। কলকাতার গ্ল্যামারাস অভিনেত্রী সোহিনী সরকারকে সর্বশেষ ‘বিবাহ অভিযান ২’ সিনেমায় দেখা গেছে। রুদ্রনীলের বিপরীতে তিনি যথারীতি বাজিমাত করেছেন প্রথম পর্বের মতো। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের ব্যোমকেশ ও দুর্গরহস্য সিরিজে অভিনেত্রীকে সত্যবতী চরিত্রে দেখার অপেক্ষায় ভক্তরা।