ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিনেমার নতুন জুটি প্রীতম-ফারিণ

সিনেমার নতুন জুটি প্রীতম-ফারিণ

লং ডিসট্যান্স রিলেশনশিপের কথা কমবেশি সবাই শুনেছি, জানি। এ ধরনের সম্পর্কে দূরত্বের কারণে মাঝেমধ্যে তৈরি হয় অনিশ্চয়তা, সন্দেহ, ক্ষোভ। এরকম এক সম্পর্কের গল্প নিয়েই শিহাব শাহীন নির্মাণ করেছেন চরকি অরিজিনাল সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। এতে জুটি হিসেবে দেখা যাবে প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণকে। এ প্রথমবার দুই তারকা একসঙ্গে কাজ করলেন। সেই সঙ্গে সিনেমায়ও নতুন জুটি হিসেবে হাজির হচ্ছেন তারা। এ সিনেমার গল্প নিয়ে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘জীবনে অসংখ্য প্রেমের গল্প বানিয়েছি। কিন্তু এবারের প্রেমের গল্প বলতে গিয়ে নতুন কিছু অনুভূতি হয়েছে। এটা একদম নতুন গল্প। যদিও প্রতিটি কাজেই নতুন কিছু অভিজ্ঞতা হয়। দূরত্ব ভালোবাসার ওপর কীভাবে স্ট্রেস দেয়, কীভাবে সম্পর্কের টানাপড়েন তৈরি করে তা এ সিনেমায় থাকবে। যারা প্রবাসে থাকেন তারা এটা ভালো ধরতে পারবেন। এটা একটা স্পর্শের গল্প।’ কাছের মানুষ দূরে থুইয়ার কিছু শুটিং হয়েছে বাংলাদেশে আর কিছু অংশের দৃশ্যধারণ হয়েছে অস্ট্রেলিয়ায়। সিনেমার মূল চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। সদ্যবিবাহিত এই অভিনেত্রী জানান, এ সিনেমার গল্পের সঙ্গে নাকি তার জীবনের অনেকখানি মিল রয়েছে। তিনি বলেন, ‘এ সিনেমার গল্প আমার জীবনের সঙ্গে অনেকখানি মিলে যায়। আমার আর আমার হাজব্যান্ডের লং ডিসট্যান্স রিলেশন ছিল। তাই নিজের সঙ্গে কানেক্ট করে কাজ করতে ভালো হয়েছে। সিনেমায় আমার চরিত্রের নাম শারমিন। সে অতীতের সম্পর্ক নিয়ে বেশ ঝামেলায় পড়েছিল। তবে ফারহানের সঙ্গে মিট করার পর দারুণ কিছু হয়।’ কাছের মানুষ দূরে থুইয়ায় যুক্ত হওয়া প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘শিহাব শাহীন ভাই একদিন হঠাৎ ফোন দিয়ে জানালেন তার কাছে একটি গল্প আছে। তারপর তার সঙ্গে বসে স্ক্রিপ্ট দেখার পর আমি শিওর হয়েছি কাজটা করতে চাই। খুব সুন্দর স্টোরি লাইনের সিনেমা এটা। আমি এখানে রুয়েটের একজন স্টুডেন্টের চরিত্র করেছি। একটা ট্রমাটিক ও হার্ডশিপ চাইল্ডহুড নিয়ে বড় হয় ছেলেটি। সে বেশ রুক্ষ আর অনেক কিছু সম্পর্কে তার জানা নেই। তবে প্রথমবার প্রেম পরে অনেক কিছুই বদলে যেতে থাকে তার জীবনে।’ ছবিটি চলতি বছরই দেখা যাবে চরকিতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত