হৃদি হক পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’। মুক্তির পর থেকেই সহকর্মীদের প্রশংসায় ভাসছে ছবিটি। সিনিয়র থেকে চলতি প্রজন্মের অনেক সহকর্মী এ ছবিটি দেখে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। প্রশংসা করছেন দর্শকও। আর তাই তো দর্শক আগ্রহে চলতি সপ্তাহ থেকে সিনেমাটির দুটি করে শো চালু করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেজবাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, গত শনিবার আমাদের শোগুলোকে দর্শক আগ্রহে নতুন করে সাজানো হয়েছে। এদিন থেকেই ‘১৯৭১ সেইসব দিন’ সপ্তাহজুড়ে দুটি করে শো চলবে। একটি দুপুরে ও একটি সন্ধ্যায় রাখা হয়েছে। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি নির্মিত হয়েছে প্রয়াত নন্দিত অভিনেতা ও নাট্যকার ড. ইনামুল হকের গল্প অবলম্বনে। এটি পরিচালনা করেছেন তারই বড় মেয়ে অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। ১৯৭১ সাল বলতে আমাদের সামনে যে দৃশ্য ভেসে আসে, এর বাইরেও ছিল অভিজাত সম্প্রদায়ের জীবন।
যে জীবনে আনন্দ ফিকে হয়নি তখনো। পার্টি হুল্লোড়, গানের আসর সবই চলছে। এমনই একটি সত্যিকার সন্ধ্যা পর্দায় নিয়ে আসেন হৃদি হক। মূলত সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প। ‘১৯৭১ সেইসব দিন’-এ অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস, তারিন, হৃদি হক, লিটু আনাম, সজল, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, সাজু খাদেমসহ অনেকে।