লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম, বিষয়টি ক’দিন আগেই জানা যায়। ছবির নাম ‘দিগন্ত ফুলের আগুন’। পরিচালনায় ওয়াহিদ তারেক। এবার এ ছবির শুটিং এফডিসিতে গত রোববার থেকে শুরু করেন মিম। এটিই শেষ লটের শুট। সেখানে মিমকে দেখা গেল পান্না কায়সার রূপে।
সাদা শাড়ি, খোলা চুল, সাদাসিধে সাজ- মিম যেন একেবারে চরিত্রের সঙ্গে মিলে গিয়েছিলেন। শুটিং থেকেই মিম জানালেন এ ছবিতে যুক্ত হওয়ার গল্প। তিনি বলেন, হঠাৎ একদিন শমী কায়সার আপু কল করে বলেন ছবিটির কথা। তিনি বলেছিলেন, এ চরিত্রে তোমাকে ছাড়া কারো কথা ভাবতে পারছি না। তিনি এতবড় মাপের অভিনেত্রী। ছোটবেলা থেকেই তার ভক্ত আমরা। আর এমন একটি চরিত্রে কাজ করাটাও কিন্তু আনন্দের ব্যাপার। তখন রাজি হয়ে যাই। মিম বলেন, এরপর শুটিং শুরু হয় আমাদের। টানা শুট হয়েছে। আনন্দের বিষয় হলো আমাদের শুটিং প্রায় শেষ। আমাদের যেদিন পান্না কায়সার আন্টির সঙ্গে দেখা করার কথা সেদিনই সকালে তার মৃত্যু সংবাদ আসে। আমি প্রথমে বিশ্বাস করিনি। কিন্তু পরে খোঁজ নিয়ে জেনে হতবাক হয়েছি। খুব খারাপ লেগেছে। যার চরিত্রে অভিনয় করলাম, তার সঙ্গে দেখা করতে পারলাম না। এটা একটা অপূর্ণতা রয়ে গেল। মিম বলেন, উনার সঙ্গে আমার কোনো স্মৃতি নেই। তবে চরিত্রটি করার আগে আমি উনাকে নিয়ে অনেক পড়াশোনা করেছি। উনার বই পড়তাম, ইন্টারভিউ দেখতাম। যতটুকু আমি জেনেছি পান্না কায়সার অসম্ভব সুন্দর ছিলেন। তার চেয়েও সুন্দর ছিল তার ব্যক্তিত্ব। একজন নারী আসলে কীভাবে যুদ্ধ করতে পারে তার জীবনে সেটা আমি ছবি করতে গিয়ে বুঝেছি।