ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অভিনয়ে ফারুকী ডাক পেলেন বুসান উৎসবে

অভিনয়ে ফারুকী ডাক পেলেন বুসান উৎসবে

একসঙ্গে দুটো সুখবর দিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এক- প্রথমবার অভিনয় করলেন সিনেমায়। দুই- সেই সিনেমা নির্বাচিত হয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস উপচে পড়ছে তার মনে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির উদ্যোগে ‘মিনিস্ট্রি অব লাভ’ সিরিজের অংশ হিসেবে দুটি সিনেমা নির্মাণ করেছেন ফারুকী। এগুলো হলো ‘মনোগামী’ এবং ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। গতকাল বুধবার দ্বিতীয় সিনেমাটিতে তার অভিনয়, টিজার এবং বুসান উৎসবের সুখবর একসঙ্গে প্রকাশ করলেন সংশ্লিষ্টরা। প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে ফারুকী বললেন, আমি নানা রকম গল্প বলার চেষ্টা করেছি। সেগুলোর একেকটা একেক রকমভাবে মানুষকে স্পর্শ করেছে। অভিনয় কেমন হওয়া উচিত, কোন গল্প বলা জরুরি- এসব নিয়ে সারাক্ষণই নিরীক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু যে কাজটা কখনোই করার চেষ্টা করিনি, সেটা হলো অভিনয়। প্রথম দিকে এটা নিয়ে আমার মধ্যে ইতস্তত ভাব থাকলেও তিশা আমাকে একটা কথা বলে আমার সংশয় দূর করে দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত