ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নজরুল সম্মেলনে ‘দামাল ছেলে নজরুল’

নজরুল সম্মেলনে ‘দামাল ছেলে নজরুল’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১, ২ ও ৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী নজরুল সম্মেলনের আয়োজন করেছে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি। সম্মেলনের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটে ঢাকার দল ‘জেনিসিস থিয়েটার’ পরিবেশন করবে জাতীয় কবির জীবন কর্মের ওপর দুই বাংলার একমাত্র মঞ্চনাটক ‘দামাল ছেলে নজরুল’। মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ঢাকা ও মানিকগঞ্জ জাদুঘরের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামীকাল মানিকগঞ্জ জাদুঘরের সহ-সভাপতি কাজী ইজাবুল খালিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সিনিয়র অর্থসচিব, বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য মাহবুব আহমেদ।

অন্যদের মধ্যে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিক উল্লাহ খান, বিশিষ্ট সাংবাদিক আরিফুর রহমান বাবু, অধ্যাপক আবুল ইসলাম শিকদার, সাবেক সচিব আরন্ত খান, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্দুস সালাম। নাটকটি রচনা করেছেন মাহমুদ উল্লাহ এবং নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা। নির্দেশক নূর হোসেন রানা বলেন, এর আগে মানিকগঞ্জে অনেকবার নজরুল ইসলামের কাজ নিয়ে এসেছি। এবার নজরুল সম্মেলনে ‘দামাল ছেলে নজরুল’ নাটকটির ২৮তম মঞ্চায়ন হওয়ায় গৌরব অনুভব করছি। জেনেসিস থিয়েটারের প্রতিটি সদস্য এই গৌরবের অংশীদার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত