ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিনেমা-ওটিটিতে এলিনা শাম্মী

সিনেমা-ওটিটিতে এলিনা শাম্মী

প্রথম ছবি ‘৭১-এর মা জননী’র শুটিং করেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার পাড়াতলী গ্রামে। এত বছর পর আবার ব্রাহ্মণবাড়িয়ায় শুটিং করলাম ‘বক’ ছবিতে। নিজের নতুন কাজ নিয়ে এভাবেই বললেন চলতি সময়ের ব্যস্ত অভিনেত্রী এলিনা শাম্মী। তিনি সম্প্রতি শেষ করেছেন মাসুদ পথিকের ‘বক’ সিনেমার কাজ। এ সিনেমায় তিনি একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। শাম্মী জানালেন, আমি ছয় দিন শুটিং করেছি। এমন জায়গায় সেট পড়েছিল যেখানে কাজ করা ভীষণ কষ্টের। শেষ পর্যন্ত কাজটি ভালো হয়েছে। ‘বক’ সিনেমায় শাম্মী বাদে আরো অভিনয় করেছেন রতন দেব, রুনা খান, সাফওয়ান মাহমুদ প্রমুখ। সিনেমার গল্প প্রসঙ্গে শাম্মী বললেন, পরিবেশবিষয়ক একটি গল্পে ‘বক’ নির্মিত হয়েছে। জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতা অবলম্বনে সিনেমাটি বানাচ্ছেন মাসুদ পথিক। এদিকে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় সুপারস্টার শাকিব খানের বড় ভাইয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া পেয়েছেন এ অভিনেত্রী। তার ভাষ্য, রায়হান রাফির ‘জানোয়ার’ ওয়েব ফিল্মে ব্যাপক সাড়া পেয়েছিলাম। একই রকম সাড়া মিলছে ‘প্রিয়তমা’র জন্য। সোশ্যাল মিডিয়ায় দর্শক লিখছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত