জনপ্রিয় অভিনেত্রী সোনালি চৌধুরীর ছেলে হওয়ার পর থেকেই অনেকটা কাজ কমিয়ে দিয়েছেন। এ মুহূর্তে শুধু পরিবারকেই সময় দিতে চান তিনি। তাই এখন আগের মতো ছোটপর্দায় দেখা যায় না তাকে। বেশ কিছুদিন আগে তাকে ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ সিরিয়ালে শেষ দেখেছিলেন দর্শক। তারপর কেটে গেছে বেশ কিছু সময়। তবে এবার ‘সান বাংলা’র একটি গানের অনুষ্ঠানে সঞ্চালিকা হিসেবে দেখা যাবে সোনালিকে। জানা গেছে, এ অনুষ্ঠানের নাম ‘বাংলা মেলোডি’। এর মধ্যেই করে ফেলেছেন প্রোমো শুট। যদিও মাঝে দুটি সিনেমার কাজ করেছেন সোনালি। তবে এ অনুষ্ঠানের মাধ্যমেই পুরোদমে কাজে ফিরছেন তিনি। এখন তার ছেলের বয়স দু’বছর। সন্তান একটু বড় হয়েছে বলেই তিনি সঞ্চালনার জন্য রাজি হয়েছেন। ভারতীয় এক গণমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘ আমি আসলে আমার ছেলের ছোটবেলাটা মিস করতে চাই না। তাই মাঝেমধ্যে কাজ করছি। আবার সুযোগ বুঝে পরিবারকেও সময় দিচ্ছি। এখন ও (ছেলে) একটু বড় হয়েছে বলে সঞ্চালনার কাজটা ছাড়লাম না।’ তিনি আরো বলেন, ‘এর আগেও আমি বিভিন্ন অনুষ্ঠান সামলেছি। তবে আদ্যোপান্ত গানের অনুষ্ঠান এ প্রথমবারই। এখানে শুধু স্বর্ণযুগের গান নয়, সব ধরনের গানই শুনবেন দর্শক। অতিথি হিসেবে দর্শক সব ধরনের শিল্পীদেরই দেখতে পাবেন। আশা করছি, এ অনুষ্ঠানের মাধ্যমে আমার নিজের পরিধি বাড়বে।’ সোনালিকে এ মুহূর্তে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজিত ‘লাভ বিয়ে আজকাল’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে। এছাড়াও সায়ন্তন ঘোষালের একটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। তবে শিক্ষক দিবসের দিন তার অভিনীত আরো একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। যদিও তা হয়নি। আপাতত নতুন এ অনুষ্ঠানেই মন দিতে চান অভিনেত্রী।