ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কাশ্মীরের ফ্যাশন শোতে পিয়া জান্নাতুল

কাশ্মীরের ফ্যাশন শোতে পিয়া জান্নাতুল

মডেলিং দিয়ে এরই মধ্যে যারা নিজেদের একটি ব্র্যান্ডে পরিচিত করেছেন, তাদের মধ্যে অন্যতম পিয়া জান্নাতুল। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও সমানতালে কাজ করে চলেছেন তিনি। ঢাকা থেকে দিল্লি-মুম্বাই, ব্যাংকক থেকে মিশর, প্যারিস থেকে হাঙ্গেরি এমনকি নিউ ইয়র্কের মঞ্চেও ফ্যাশনের উষ্ণতা ছড়িয়েছেন এই লাস্যময়ী। সেই ধারাবাহিকতায় এবার কাশ্মীরের একটি ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে দেখা গেল পিয়াকে। জানা গেছে, কাশ্মীরের শ্রীনগরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ফ্যাশনভিত্তিক কালচারাল শো ‘হারমুখ’। কোয়েস্ট প্রোডাকশনের উদ্যোগে উপত্যকার হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

যেখানে কাশ্মীরি তারকাদের সঙ্গে শো-স্টপার হিসেবে অংশ নেন সাবেক মিস বাংলাদেশ পিয়া জান্নাতুল। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত পিয়া জান্নাতুল বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে বলেন, ভূস্বর্গ কাশ্মীরের মতো জায়গায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে এই ফ্যাশন শোর। আর সেখানে শো-স্টপার হিসেবে থাকতে পারা অত্যন্ত আনন্দের। আমি ছাড়াও প্রখ্যাত শো-স্টপার মীর সারোয়ার, মারিয়াম জাকারিয়া ও নয়নিকা লোধাও ছিলেন এখানে। ছিলেন নামকরা কয়েকজন গায়কও। উল্লেখ্য, এই অনুষ্ঠান নিয়ে গত কয়েকদিন ধরেই বেশ সরব কাশ্মীরের সাংস্কৃতিক অঙ্গন। বিভিন্ন মিডিয়ায় প্রচারের পাশাপাশি রাস্তায়ও দেখা গেছে এ অনুষ্ঠানের বিভিন্ন বিলবোর্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত