ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সোহানুর রহমান সোহানের ‘স্বপ্নের রাজকুমার’ নির্মাণ শেষ করতে চাই : সাচীনুর

সোহানুর রহমান সোহানের ‘স্বপ্নের রাজকুমার’ নির্মাণ শেষ করতে চাই : সাচীনুর

সোহান স্যারের স্মৃতিকে ধরে রাখতেই স্বপ্নের রাজকুমার নির্মাণ শেষ করেতে চাই। এই প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় আবেগজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন চলচ্চিত্র অভিনেত্রী সাচীনুর। তিনি আরো বলেন, আমার যতো কষ্টই হোক, যতো পরিশ্রম হোক, আমি প্রযোজনা প্রতিষ্ঠানকে অনুরোধ করে সোহানুর রহমান সোহান স্যারের সর্বশেষ মহরত করা ছবির স্যুটিং শেষ করে ‘স্বপ্নের রাজকুমার’ মুক্তির চেষ্টা করব। যদি বেঁচে থাকি তার এই শেষ স্বপ্ন আমি বাস্তবায়ন করবই। অপরদিকে এই ছবির কাহিনিকার ও চিত্রনাট্য নির্মাতা গুণী পরিচালক ছটকু আহমেদ এই প্রতিবেদককে বলেন, সোহানুর রহমান আমাকে দিয়ে ‘স্বপ্নের রাজকুমার’ চলচ্চিত্রের জন্য অসাধারণ একটি কাহিনি লিখিয়েছিলেন। চলচ্চিত্রের গল্পটি দর্শকদের মনে বিশেষ একটি স্থান দখল করে নিবে। আজকাল দর্শক গল্প নির্ভর ভালো চলচ্চিত্র আশা করেন। সেই বিষয় বিবেচনা করলে ‘স্বপ্নের রাজকুমার’ একটি অসাধারণ গল্পনির্ভর ছবি। ‘চলচ্চিত্রটি নির্মাণ শুরু ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার সঙ্গে কয়েকজনের সঙ্গে নতুন করে প্রাথমিক আলোচনা হয়েছে খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটি নির্মাণের বিষয়ে আলোচনায় বসবেন তারা। ছটকু আহমেদ আরো বলেন, বেশকিছু জটিলতার কারণে চলচ্চিত্রটির নির্মাণ থমকে গিয়েছিল। মান-অভিমান, সেসব অতীত ভুলে গিয়ে আমরা সোহানের অসমাপ্ত চলচ্চিত্রটির নির্মাণকাজ শেষ করতে চাই। উল্লেখ্য, ঢাকাই সিনেমার জনপ্রিয় ও সফল নির্মাতা ছিলেন সোহানুর রহমান সোহান। নব্বই দশকে তার পরিচালিত সিনেমা দেখে মেতেছিল দেশের কোটি দর্শক। তার হাত ধরে সিনেমার তারকা হয়েছেন বেশ কয়েকজন। তারকা গড়ার নেপথ্য কারিগর তিনি। দীর্ঘবিরতি শেষে এই নির্মাতা নির্মাণ করতে শুরু করেছিলেন ‘স্বপ্নের রাজকুমার’ চলচ্চিত্রটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত