ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সোলসের সন্ধ্যায়

বাবা মেয়ের গান

বাবা মেয়ের গান

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড ‘সোলস’। অনেক তারকার উত্থান এখান থেকে। দীর্ঘদিন ধরে ব্যান্ডটির ভোকাল হিসেবে পারফর্ম করছেন নাসিম আলী খান ও পার্থ বড়ুয়া। তাই যে কোনো কনসার্টে তাদের কণ্ঠেই ‘সোলস’র গান শোনে শ্রোতারা।

তবে ব্যতিক্রম অভিজ্ঞতার সাক্ষী হলো অস্ট্রেলিয়ার মেলবোর্নবাসী। গত ১৬ সেপ্টেম্বর তারা শুধু পার্থ বড়ুয়াই নয়, ‘সোলস’র গান শুনেছে তার কন্যা রূপা বড়ুয়ার কণ্ঠেও। ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘সোলস’ গান প্রকাশ ও নিয়মিত কনসার্ট করছে। এরই অংশ হিসেবে গত শনিবার মেলবোর্নের উইলিয়ামস টাউন হলে মিউজিক্যাল নাইট অনুষ্ঠানে পারফর্ম করে ব্যান্ডটি।

সেখানে আগে থেকেই বসবাস করেন পার্থ বড়ুয়ার কন্যা রূপা। সেই সুবাদে বাবার ব্যান্ডের সঙ্গে প্রথমবার মঞ্চে গান পরিবেশন করেন তিনি।

গেয়ে শোনান ‘রাত এখনও বাকি’ গানটি। কন্যার সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার অনুভূতি ব্যক্ত করে পার্থ বললেন, রূপা মেলবোর্নে লেখাপড়া করে। মাঝেমধ্যে গান করে। এই অনুষ্ঠানে সে আমাদের সঙ্গে গাইবে, কল্পনা করিনি। এটা সত্যিই আমার জন্য অনেক স্পেশাল। দীর্ঘসংগীত জীবনে এই দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত