ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মিডিয়াতে আলো ছড়াচ্ছেন হেদায়েত উল্লাহ তুর্কী

মিডিয়াতে আলো ছড়াচ্ছেন হেদায়েত উল্লাহ তুর্কী

বর্তমান সময়ের একজন আলোচিত অভিনেতা, নির্মাতা এবং নাট্যকার হেদায়েত উল্লাহ তুর্কী। তিনি একাধারে অভিনয়, নির্মাণ এবং গল্প লেখা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই মুহূর্তে বেশ কয়েকটি টেলিভিশনের পর্দায় তার অভিনীত ধারাবাহিক নাটক চলছে। নাটকগুলো হলো বৈশাখী টেলিভিশনে হাসান জাহাঙ্গীর-এর ফ্যামিলী ডিসটেন্স, একুশে টেলিভিশনে মঈন খান রুপী-এর প্রবাস পল্লী, রিন্টু পারভেজের সার্চ দ্য বস, আজিম খানের থ্রী পিচ। প্রচারের অপেক্ষায় রয়েছে সাদেক সিদ্দিকীর সিনেমার মানুষ, মায়া, মধুমিতা ভিলা, সোহেল রানার ব্যাচেলার পার্ক, আয়মান রাকিবের মেন্টাল কলোনিসহ বেশ কয়েকটি ধারাবাহিক। কিছুদিন আগে শেষ হওয়া ধারাবাহিক নাটকগুলো হলো নাগরিক টেলিভিশনে সোহাগ কাজীর বউ বিরোধ, একুশে টেলিভিশনে এসএম শাহীনের মধুপুর, বৈশাখী টেলিভিশনে মুজিবুল হক খোকনের মহাজন, নাগরিক টেলিভিশনে মাঈনুল হোসেন খোকনের দাদো, আরটিভিতে মুজিবুল হক খোকনের আরশিনগর, সঞ্জীব দাসের অতি চালাকের গলায় দড়ি। ধারাবাহিক নাটকের পাশাপাশি তিনি নিয়মিত এক ঘণ্টার নাটকে অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি নির্মাতা আকাশ রঞ্জন, হারুন আর রশিদ প্রিন্স, সঞ্জীব দাস, এইচএম আয়ুব আলী খান, স্বপন বিশ্বাস, নয়ন বাবু, মাহফুজুর রহমান, রাহুল, কামরুল ইসলাম খান, রিন্টু পারভেজসহ বেশ কয়েকজন নির্মাতার একক নাটকে অভিনয় করেন সৈকত নাসিরের সুলতানপুর এবং শাহীন সুমন-এর মাফিয়া নামে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেলেও মুক্তির অপেক্ষায় রয়েছে সাদেক সিদ্দিকীর ডাইরেক্ট এ্যাটাক, অনুরুদ্ধ রাসেলের জামদানী, খান সোহেলের প্লানার, ফরিদুল হাসানের কর্পোরেট, যুগান্তর চাইনিজ চাকমার সত্যের ভাত নেই, কামাল হোসেনের তবুও ভালোবাসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত