মিমের নতুন ধামাকা

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ঢালিউড শীর্ষ অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের অনুরাগীরা অনেকদিন ধরেই অপেক্ষায় আছেন তার নতুন ছবি ‘অন্তর্জালের’ জন্য। কিন্তু একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ পেছানোয় হতাশ হয়েছিলেন তারা। তাদের এই হতাশা কাটিয়েছে ‘অন্তর্জাল’ ছবির প্রমোশনাল সং ‘ওয়েলকাম টু অন্তর্জাল’। গত সোমবার রাজধানীর রবীন্দ্র সরোবরে উন্মুক্ত কনসার্টের মাধ্যমে প্রকাশ করা হয় গানটি। প্রকাশের পর থেকেই গানটিতে মজেছেন দর্শক। তারা প্রশংসায় ভাসাচ্ছেন মিমকে। ইউটিউবে গানটির মন্তব্যের ঘরে মিমের লুকের প্রশংসা করে এক দর্শক লিখেছেন, ‘যেখানেই মিম, সেখানেই ধামাকা। অন্য একজন লিখেছেন, ‘ওয়াও কি সুন্দর একটা গান। মিম তো অসাধারণ। দেখতেও খুব সুন্দর লাগছে। বর্তমান বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে মিম সেরা। অনেক ভালো লাগছে ‘ওয়েল কাম টু অন্তর্জাল।’ আরেক নেটাগরিক মিমকে ভাসিয়েছেন প্রশংসায়। তার ভাষায়, আমার মনে হয় বাংলা চলচ্চিত্রে মিম আপুর মতো একজন স্মার্ট সুন্দরী একজনও নেই। ‘অন্তর্জাল’ সিনেমার এই গানে অসম্ভব সুন্দর লাগল শুধু মিমকে। মিম আপুকে সিনেমা হলে দেখার অপেক্ষায় রইলাম।

কথায় আছে, প্রচারেই প্রসার। সে হোক সিনেমা বা অন্যকিছুর। তবে সময়ের সঙ্গে এসেছে পরিবর্তন। সবাই সবকিছুতে নতুনত্ব চান। তাই প্রচারণায় আধুনিকতা ও নতুনত্বের জানান দিতে ‘অন্তর্জালের’ জন্য করা হয়েছে ‘ওয়েলকাম টু অন্তর্জাল’ শিরোনামের এই প্রমোশনাল সংটি। গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ। কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম। র‌্যাপ অংশটুকু সামলেছেন রাসেল মাহমুদ নিজেই। এ গানের সংগীত পরিচালনা করেছেন শেখ রাফি। ওয়েলকাম টু অন্তর্জাল-এ মিমের পাশাপাশি অংশ নিয়েছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমনসহ ৪০ জন শিল্পী। আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে। প্রোগ্রামারের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। মিমণ্ডসিয়াম ছাড়াও অভিনয় করেছেন এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।