ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩

অন্তু করিম প্রযোজিত ‘প্যাসেঞ্জার’ জিতেছে সেরা গল্পের পুরস্কার

অন্তু করিম প্রযোজিত ‘প্যাসেঞ্জার’ জিতেছে সেরা গল্পের পুরস্কার

চলচ্চিত্র নির্মাতা ইভান মনোয়ার গত এক দশক থেকে বিভিন্ন ভিজ্যুয়াল নির্মাণ করছেন। তার ছবিগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টগুলোতে প্রদর্শিত ও পুরস্কৃত হচ্ছে। গত ১৭ সেপ্টেম্বর, ঢাকা শিল্পকলা একাডেমিতে, ইউরোপীয় চলচ্চিত্র উৎসব ২০২৩ বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সংবর্ধিত করা হয়। ইভান মনোয়ার তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্যাসেঞ্জার’ এর জন্য ফেস্টিভ্যালে সেরা গল্পের পুরস্কার জিতেছেন।

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন নিবেদিত প্যাসেঞ্জার ছবিটি প্রযোজনা করেছেন অন্তু করিম। ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি এই পুরস্কার তুলে দেন এবং মঞ্চে উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ওটিটি প্ল্যাটফর্ম চরকির রেদওয়ান রনি। প্রযোজক অন্তু করিম অনুভূতি প্রকাশ করে বলেন, প্যাসেঞ্জারের গল্প যখন শুনি তখনই ভেবেছিলাম এই ছবি প্রডিউস করব। প্যাসেঞ্জার দেশ- বিদেশের ফিল্ম ফেস্টিভ্যালগুলো দাঁপিয়ে বেড়াচ্ছে যা একজন প্রযোজক হিসেবে খুব গর্ব বোধ করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত