অনন্ত হীরা। একাধারে নাট্যকার, নির্দেশক ও অভিনেতা। বর্তমানে তিনি প্রাঙ্গণেমোর নাট্যদলের প্রধান কর্তা ও টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি।
অনন্ত হীরার স্ত্রী নূনা আফরোজ। তিনিও একজন নাট্যকার, নির্দেশক ও অভিনেত্রী। অনন্ত হীরা ও নূনা আফরোজ দম্পতির মেয়ের নাম প্রকৃতি শিকদার। ছোট প্রকৃতি বাবা-মায়ের দেখানো পথেই হাঁটছে। প্রাঙ্গণেমোর দলের হয়ে ইতিমধ্যে ‘আমি ও রবীন্দ্রনাথ’, ‘রক্তকরবী’, ‘শেষের কবিতা’, ‘কনডেমড্ সেল’ ও ‘হাছনজানের রাজা’ নাটকে অভিনয় করেছে সে।
তবে প্রকৃতির সঙ্গে বাবা-মায়ের বড় পর্দায় একসঙ্গে কোনো কাজ করা হয়নি। এবার অনন্ত হীরা ও তার মেয়ে প্রকৃতি শিকদার একসঙ্গে সিনেমায় অভিনয় করবেন। এরই মধ্যে তারা সাজ্জাদ জহির এর চলচ্চিত্র ‘নিশিবক’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি বলেন, সাজ্জাদ জহিরের চলচ্চিত্র ‘নিশিবক’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলাম আমার কন্যা এবং আমি। আমার মেয়ে সহশিল্পী হিসেবে মঞ্চে উঠেছে অনেক আগেই। এখন সে প্রাঙ্গণেমোর নাট্যদলে নিয়মিত অভিনয় করছে। এবার প্রথমবারের মতো চলচ্চিত্রে আমার সঙ্গে অভিনয় করবে সে। এমন অভিজ্ঞতা বাবা হিসেবে খুব মধুর।