খালিস্তান ইস্যুতে শিখদের উদ্দেশে কঙ্গনার বার্তা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
যেকোনো ইস্যুতেই সরব হন কঙ্গনা রণৌত। বলিউড হোক কিংবা রাজনৈতিক অঙ্গন হোক, কোনো বিষয়েই ছাড় দেন না তিনি। ক্ষমতাসীন বিজেপিঘেঁষা এই অভিনেত্রী সব বিষয়েই নিজের মতো প্রকাশ করেন। এবার তিনি খালিস্তান প্রসঙ্গে শিখদের দিলেন বার্তা। কঙ্গনা সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘শিখ সম্প্রদায়ের উচিত নিজেদের খালিস্তানিদের থেকে বিচ্ছিন্ন করে নেওয়া এবং অখণ্ড ভারতের সমর্থনে আরো শিখদের বেরিয়ে আসতে হবে। আমি খালিস্তানি সন্ত্রাস নিয়ে প্রতিবাদ করেছি বলে শিখ সম্প্রদায় আমাকে বয়কট করেছে এবং তারা পাঞ্জাবে আমার সিনেমার বিরুদ্ধে মারাত্মক বিক্ষোভ প্রদর্শন করেছিল। এটা কিন্তু ওদের তরফে মোটেইভাল আচরণ নয়।’ তিনি আরো বলেন, ‘খালিস্তানি সন্ত্রাস সমগ্র শিখ সম্প্রদায়ের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে। এবং তাদের চিন্তাভাবনাকেও ভুলভাবে তুলে ধরছে। অতীতেও খালিস্তানিদের কর্মকাণ্ডের জন্য এরকম হয়েছে। আমি ধর্মের নামে সমগ্র শিখ সম্প্রদায়কে অনুরোধ করছি তারা যেন খালিস্তানি সন্ত্রাসীদের দ্বারা উত্তেজিত বা প্ররোচিত না হন।’ ২০২১ সালে দীর্ঘদিন ধরে চলা কৃষক আন্দোলনকে ‘খালিস্তানি সন্ত্রাসবাদ’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। এমনকী মোদির তিন কৃষি বিল প্রত্যাহারকে সমর্থন করে ওই সময়ে শিখ কৃষকদের আন্দোলনকে ‘জেহাদ’ বলেছিলেন অভিনেত্রী। যে বিতর্কিত মন্তব্যের মাশুলও গুনতে হয়েছিল কঙ্গনাকে। ‘কন্ট্রোভার্সি ক্যুইন’র বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পাশাপাশি পাঞ্জাবে বিক্ষোভের মুখেও পড়েছিল তার গাড়ি। এবার খালিস্তানি সন্ত্রাস নিয়ে যখন ভারত-কানাডার মধ্যে টানাপড়েন চলছে, তখন আবারও শিখ সম্প্রদায়কে টেনে মন্তব্য কঙ্গনার।