মুক্তিযুদ্ধভিত্তিক অনুদানের চলচ্চিত্রে যুক্ত হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সরকারি অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য এ ছবিটির নাম ‘নিশিবক’। খবরটি নিশ্চিত করেছেন জ্যোতি নিজেই। এ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘মাত্র চুক্তিবদ্ধ হলাম, স্ক্রিপ্ট পেলাম। এটি এ বছর সরকারি অনুদান পেয়েছে। মুক্তিযুদ্ধের সময়ের এক রাতের একটি গল্প। আমার চরিত্রের নাম রামিজা। পরিচালনা করছেন সাজ্জাদ জহির। অক্টোবরের মাঝামাঝিতে মাওনায় এর শুটিং হবে।’ নতুন চলচ্চিত্রে যুক্ত হওয়ার খবর সামাজিক মাধ্যমেও দিয়েছেন জ্যোতি। নিজের ফেসবুকে চুক্তিবদ্ধ হওয়ার মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘চুক্তিবদ্ধ হলাম নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রের নাম ‘নিশিবক’। পরিচালনা করেছেন সাজ্জাদ জহির।’ ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘নিশিবক’। ছবিটি পরিচালনার পাশাপাশি প্রযোজক হিসেবে আছেন সাজ্জাদ জহির। জ্যোতি নিজেও অনুদানের একটি ছবি প্রযোজনা করছেন। দেশের প্রথম নারী বৈমানিক ফারিয়া লারাকে নির্মাণ করা হবে ছবিটি। ফারিয়া লারার মা প্রখ্যাত উপন্যাসিক সেলিনা হোসেনের লেখা উপন্যাস ‘লারা’ অবলম্বনে নির্মাণ করা হবে।