পূজার নাটকে রওনক ও মৌসুমী

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

সকাল থেকে সেলুনে বসে আছেন মৌসুমী হামিদ। তার গভীর মনোযোগ নরসুন্দরের হাতের ক্ষুরে। কীভাবে ক্ষুর চালিয়ে দাড়ি কামান তিনি, চিরুনি-কাঁচি সহযোগে সুনিপুণভাবে চুলে আনেন নতুন স্টাইল। নানা প্রশ্ন করে তার কাছ থেকে যতটা সম্ভব শিখে নিচ্ছেন মৌসুমী। কারণ, একটু পরেই তাকে নরসুন্দরের ভূমিকায় নামতে হবে। সেলুনে আসা লোকজনের গোঁফ-দাড়ি কামাতে হবে, চুল ছাঁটতে হবে।

যদিও সবই হবে ক্যামেরার সামনে, তবু দৃশ্যটি বিশ্বাসযোগ্য করতে হলে কিছু জানাশোনা তো থাকা চাই। শুটিং চলছে বরিশালে। নাটকের নাম ‘জাগরণী’। অন্যান্য অভিনয়শিল্পীকে নিয়ে পরিচালক শুটিংয়ে ব্যস্ত। একটু পরে শুরু হবে সেলুনের দৃশ্যের শুটিং। সেই দৃশ্যের প্রস্তুতি হিসেবে নরসুন্দরের কাছে ধরনা দিয়েছেন মৌসুমী। এতে কি তিনি মহিলা নরসুন্দরের চরিত্রে অভিনয় করছেন? মৌসুমী বললেন, ‘নাটকে আমার চরিত্রের নাম দুর্গা।