সমাজটা নারীবিদ্বেষী: মিমি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
টলিউড ও রাজনীতি এক হাতে সামলান মিমি চক্রবর্তী। দুই অঙ্গনেই বেশ দাপুটে তিনি। এবার সেই মিমির কণ্ঠে অভিযোগের সুর। সমাজকে নারীবিদ্বেষী বললেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সম্প্রতি ‘রক্তবীজ’ ছবিতে যুক্ত হয়েছেন মিমি। এতে তাকে দেখা যাবে পুলিশ চরিত্রে। ছবিটি নিয়ে মিমি জানান, এমন চরিত্রে তাকে আগে দেখা যায়নি। এখন ঠিক সেই ধরনের চরিত্রই তিনি নির্বাচন করেন যা আগে কখনো করা হয়নি। পর্দায় নিজেকে ভাঙতে চান মিমি। অভিনেত্রী বলেন, ‘এই চরিত্রটার জন্য আমার এমনিতে যেমন হাবভাব সেটাই যথেষ্ট বলেছিলেন শিবুদা (শিবপ্রসাদ মুখোপাধ্যায়)’। এ সময় সমাজের প্রতি অভিযোগ তুলে মিমি বলেন, ‘আমাদের সমাজটা বড্ড মিসোজিনিস্ট, পুরুষতান্ত্রিক। আমার মতো একজন মেয়ে যে কোনো পুরুষের ওপর নির্ভরশীল না হয়ে নিজের চেষ্টায় পথ চলছে, তার সামনে প্রতি মুহূর্তে বাধা আসে।’ সাংসদ বলেই তার জীবনে কোনো সমস্যা নেই এমনটা নয়। মিমির ধারণা, ‘সমাজটা ভয়ংকর মিসোজিনিস্ট’। মিমির সঙ্গে ‘রক্তবীজ’ নামের ছবিতে দেখা যাবে আবীরকে। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এ সিনেমাটিতে থাকবে ভরপুর অ্যাকশন। অ্যাকশন ডিরেক্টর মুম্বাইয়ের মনোহর বর্মা। মিমি-আবীর ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন দেবাশীষ মণ্ডল।