ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফের পরিচালনায় প্রসেনজিৎ

ফের পরিচালনায় প্রসেনজিৎ

বয়স যত বাড়ছে ততই নিজেকে নতুন করে আবিষ্কার করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চলতি বছর ‘জুবিলি’ ও ‘স্কুপ’ ওয়েব সিরিজ দিয়ে সারা ভারতের নজর কেড়েছেন। এবার পরিচালক হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন সবার প্রিয় বুম্বাদা। পরিচালনার বিষয়টি নিজেই জানিয়েছেন এ অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, ‘দু’মাস অপেক্ষা করুন। নভেম্বর মাসের শেষের দিকে পরিচালনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’ প্রসেনজিৎ এগোচ্ছেন এ সময়ের ভাবনা নিয়েই। নির্মাণ করবেন প্যান ইন্ডিয়ান সিনেমা। এ বিষয়ে প্রসেনজিতের ভাষ্য, ভাষা হিসেবে বাংলা তো থাকবেই। হিন্দি, ইংরেজিও থাকতে পারে। একটা টার্গেট নিয়ে এগোচ্ছি। এখানকার কিছু জিনিসকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চাই। বাংলা ঐতিহ্য আর সংস্কৃতিকে নিয়েই এগোব। প্রসেনজিতের পরিচালনা শুরু হয় ‘পুরুষোত্তম’ সিনেমা দিয়ে। ১৯৯২ সালে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রে মুখ্য ভূমিকায়ও ছিলেন তিনি। বিপরীতে ছিলেন সাবেক স্ত্রী দেবশ্রী রায়। তখন অবশ্য তাদের বিয়ের সানাই বাজেনি। সিনেমার প্রযোজকও ছিলেন প্রসেনজিৎ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত