পাপারাৎজির উদ্দেশ্যে তাপসীকে বলতে শোনা যায়, ‘দয়া করে সরে যান, নইলে আপনিই বলবেন আপনার ধাক্কা লেগেছে। দয়া করে সরুন। আমি শান্তভাবে বলছি, না হলে আপনিই বলবেন যে আপনাকে ধাক্কা দেওয়া হয়েছে। দয়া করে সরুন’। ঘটনা শনিবার রাতে ডিনার ডেটে গিয়েছিলেন তাপসী পান্নু। সেখান থেকেই ফিরছিলেন, নিত্যদিনের মতো রেস্তোরাঁ থেকে বের হতেই ঘিরে ধরেন পাপারাৎজিরা। কিন্তু ক্যামেরার সামনে পোজ দেওয়ার বদলে বেজায় চটে যান তাপসী।
পাপারাৎজির অ্যাকাউন্টে উঠে এসেছে তাপসীর রেগে যাওয়ার সেই মুহূর্ত। যেখানে দেখা যাচ্ছে, রেস্তোরাঁ থেকে বের হতেই পাপারাৎজির ক্যামেরা দেখে বেজায় বিরক্ত হন তাপসী। পাপারাৎজির উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘দয়া করে সরে যান, নইলে আপনিই বলবেন আপনার ধাক্কা লেগেছে। দয়া করে সরুন। আমি শান্তভাবে বলছি, না হলে আপনিই বলবেন যে আপনাকে ধাক্কা দেওয়া হয়েছে। দয়া করে সরুন’। এরপর তাপসী তাদের ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে পড়েন। এরপর এক পাপারাৎজো তাপসীর উদ্দেশে পাল্টা বলেন, ‘ধন্যবাদ, বাই তাপসীজি, আপনি সত্যিই ভালো।’ গাড়ির দরজা বন্ধ করতে করতেও তাপসী আবারও তাদের পাল্টা ধন্যবাদ বলেন। এ ভিডিওর নিচে নেটনাগরিকদের নানামন্তব্য উঠে এসেছে। কেউ তাপসীর সমর্থনে সুর চড়িয়ে লিখেছেন, ‘তাপসী ঠিকই করেছেন, মিডিয়ার লোকজন সবসময় এমন করে। কেউ আবার তাপসীর এমন ব্যবহারে বিরক্ত হয়ে লিখেছেন, ‘ লোকজনের কীইবা দরকার এদের ছবি তুলতে যাওয়ার!’ কারোর কথায়, ‘পাপারৎজির উচিত এই নারীকে এড়িয়ে চলা।’