শঙ্কিত হওয়ার কারণ জানালেন সাফা কবির

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। গত মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে একটি কালো ড্রেস পরে বিষণ্ণ চেহারার নিজের একটি ছবি শেয়ার করেন তিনি। যেখানে দেখা যায়, তার মুখমণ্ডল ও শরীরে লেখা রয়েছে- স্যাড, ডিপ্রেসড, অ্যাংজাইটি, লোনলি। হঠাৎ কী এমন হলো সাফার? এমন প্রশ্ন আসলেও ক্যাপশন দেখে চিন্তামুক্ত হয়েছেন সবাই। মূলত এমন কায়দায় তিনি একটি সামজিক বার্তা দিতে চেয়েছেন। মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার- প্রতিপাদ্যে প্রতি বছরের ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। সংস্থাটির মতে, প্রতিবছর বিশ্বব্যাপী সাত লাখ মানুষ আত্মহত্যা করে। তবে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির সংখ্যা তার চেয়েও বেশি। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনেকেই প্রতিনিয়ত কাজ করে চলেছেন। প্রচারণা চালাচ্ছেন সামাজিকমাধ্যমেও। দিবসটিকে ঘিরে তেমনই সামাজিক বার্তা দেন সাফা কবির। নিজের পোস্ট করা ছবির ক্যাপশনে সাফা লেখেন, আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। স্যাডনেস, লোনলিনেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি- শব্দগুলো আমরা সচরাচর অনেকের মুখ থেকেই শুনি কিন্তু এই কথাগুলোকে আমরা কতটা গুরুত্ব দেই? আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা তাদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে চায় না। এমন অনেক মানুষের কথা শুনেছি যারা বলেছে এটা জ্বর বা কাশির মতো, যেটা মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে! তিনি আরো লেখেন, আজ ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। কিন্তু আমি খুবই শঙ্কিত, কারণ আমি জানি এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যায় জর্জরিত। এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশের অধিকাংশ মানুষই জানে না, ডিপ্রেশন কী, অ্যাংজাইটি কী বা এসব থেকে প্রতিকারের উপায় কী? সাফা নিজেও এসব সমস্যায় ভুগেছেন জানিয়ে লেখেন, একটা সময় আমারও অ্যাংজাইটি অ্যাটাক হতো। আমি তখন সচেতন ছিলাম, আমার পাশের মানুষগুলোও তেমনই সচেতন ছিল। আমি ডক্টরের কাছে গিয়েছি। কিন্তু মেডিসিন দিয়ে অল্পসময়ের সাহায্য হলেও সমস্যাটা কিন্তু থেকেই যায়। আমাদের শারীরিক কোনো সমস্যা হলে যেমন চিকিৎসা দরকার তেমনি দরকার মানসিক চিকিৎসারও।