আইয়ুব বাচ্চু স্মরণে দূরবীনের ‘তোমার ঘুম ভাঙা শহরে’

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। ১৮ অক্টোবর ছিল তার মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে আইয়ুব বাচ্চু স্মরণে নতুন গান বেঁধেছে ব্যান্ড দূরবীন। গানের শিরোনাম ‘তোমার ঘুম ভাঙা শহরে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন দূরবীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গায়ক সৈয়দ শহীদ। সঙ্গে আছেন আইয়ুব শাহরিয়ার। শহীদের কথা, সুর ও সংগীত করেছে দূরবীনের সদস্যরা।

গানটি নিয়ে শহীদ বলেন, গানটা প্রথমে লিখেছিলাম ৬ বছর আগে। গানটি সুর করে একদিন বাচ্চু ভাইকে শুনিয়েছিলাম। তিনি মুচকি হেসে বলেছেন, তুই ঘুম ভাঙা শহর কয়বার শুনেছিস? বললাম, অনেকবার শুনেছি, কতবার হবে জানি না। তিনি বলেন, চেষ্টা করে আরো একটু ভালো কর। সুরে কিছু পরিবর্তন আনিস। সবকিছু ঠিকঠাক করে বাচ্চু ভাইকে আর গানটি শোনাতে পারলাম না। এরপর ২ বছর মন খারাপ ছিল। গানটি প্রস্তুত থাকলেও আর রিলিজ দেওয়া হয়নি। অবশেষে সিদ্ধান্ত নিলাম গানটি এবার প্রকাশ করব। বাচ্চু ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গানটি প্রকাশ করলাম।