বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরিফিন শুভ আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, প্রত্যেকে বলেছিলেন ভুল কাস্টিং হয়েছে! সমাজমাধ্যমে যে যা লিখেছিলেন, সবটা আমি দেখেছি। এখন তারাই প্রশংসা করছেন। তিনি আরো বলেন, শ্যাম বেনেগাল এই উপমহাদেশের একজন কিংবদন্তি পরিচালক। তার সিদ্ধান্তকে সহজে ফেলে দেওয়া যায় না। শ্যাম বেনেগাল তাকে বকাবকি করেছেন? অভিনেতা হেসে বললেন, উনি সুইট হার্ট। শুধু ফ্রেম করার সময় ক্যামেরার সামনে দিয়ে কেউ হেঁটে গেলে উনি রেগে যান। সিনেমা দেখার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে কি রকম প্রতিক্রিয়া পেলেন? আরিফিন শুভ বললেন, বলা খুব কঠিন। কারো পরিবারের সদস্যদের এক রাতে যদি গুলি করে মারা হয়, তার পর সেই মানুষটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। সেই মানুষটা সিনেমা দেখার পর খুব ভালো অভিনয় করেছি বলবেন সেই প্রত্যাশা করিনি।