ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘শরতের জবা’ নিয়ে ব্যস্ত কুসুম

‘শরতের জবা’ নিয়ে ব্যস্ত কুসুম

কুসুম শিকদার। দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বেছে বেছে কাজ করা তার পুরোনো অভ্যাস। ২০০২ সালে তিনি লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হন।

২০১০ সালে ‘গহীনে শব্দ’ সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় কুসুম শিকদারের। দ্বিতীয় চলচ্চিত্র ‘লাল টিপ’ দিয়েও প্রশংসা পেয়েছেন। আর কলকাতার গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এরপর বেশ লম্বা বিরতি তার। দুয়েকটি মিউজিক ভিডিও ছাড়া কোথাও দেখা যায়নি তাকে। সম্প্রতি লাল শাড়ি পরিহিত বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন এ অভিনেত্রী। এমন রূপে লাল শাড়িতে তাকে বেশ মানিয়েছে। জানা যায়, বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘শরতের জবা’ নিয়ে। ছবিটি আগামী বছরের শুরুর দিকে মুক্তি পাবে।

এ ছবিটির মাধ্যমে পরিচালক-প্রযোজক হিসেবে প্রথম নাম লেখালেন তিনি। গল্প-চিত্রনাট্য তারই। ২০২১ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত তার গল্পগ্রন্থ ‘অজাগতিক ছায়া’য় ‘শরতের জবা’ গল্পটি রয়েছে।

কুসুমের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে ‘শরতের জবা’। নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা নামে একটি ইউনিয়ন আছে। সেখানে কুসুমের দাদাবাড়ি।

ছবিটির শুটিং হয়েছে পহরডাঙ্গাতেই। কুসুমের সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর। এখন পোস্ট- প্রোডাকশনের কাজ চলছে। ছবিটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারীসহ অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত