ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভারতে অর্ধশতাধিক হলে ‘প্রিয়তমা’

ভারতে অর্ধশতাধিক হলে ‘প্রিয়তমা’

শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজারে এখনো দাপট দেখাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা হলগুলোতে মুগ্ধতা ছড়িয়েছে এ ছবি। এবার মুক্তি পাচ্ছে ভারতে। আগামী শুক্রবার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার প্রায় ৫০টির বেশি সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে। সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন ভারতে ‘প্রিয়তমা’র পরিবেশক সত্যদ্বীপ সাহা। তিনি বলেন, ‘ভারতে শাকিব খানের অনেক জনপ্রিয়তা।

যেহেতু বাংলাদেশে ছবিটি ব্লকবাস্টার হয়েছে, এ কারণে এখানকার দর্শক ‘প্রিয়তমা’ দেখতে চাইছেন। যদিও এখানে মুক্তি দিতে কিছুটা দেরি হয়েছে।

কারণ অনেকগুলো প্রসেস

পার করে মুক্তি দিতে হয়।

শাকিব খানের ভালো ছবি অনেকদিন পর পশ্চিমবঙ্গে রিলিজ হচ্ছে, তাই দর্শকদের আগ্রহও বেশি। আমি মনে করি কলকাতা, আসাম, ত্রিপুরার অনেকগুলো ভালো ভালো হলে ছবিটি চলতে পারে।’

এ সময় তিনি বলেন, ‘গোটা ৫০টি হলে প্রিয়তমা মুক্তি পাবে। আমাদের লোকাল অনেক বড় বড় সিনেমা কিন্তু ৫০টি হল পায় না। যে যে অঞ্চলে বাংলাদেশের বর্ডার কানেকশন আছে, সেই সব অঞ্চল বেশি টার্গেট করে আমার প্রিয়তমা মুক্তি দিচ্ছি। কারণ সেইসব জায়গায় শাকিব খানের ছবি বেশি চায় দর্শকরা। যদিও ওটিটিতে বাংলাদেশে মুক্তি পেয়েছে তবুও একটা রিসার্চ করে দেখেছি এখানে প্রিয়তমা কমার্শিয়ালি চলার সম্ভাবনা অনেক বেশি।‘

এ ছবিতে শাকিবের বিপরীতে ছিলেন ইধিকা পাল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা দারুণ সুখবর আছে। আমার প্রথম বাংলাদেশি ছবি ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে কলকাতায়।

মুক্তির তারিখ ৩ নভেম্বর, ২০২৩। কলকাতা তো বটেই, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম মিলিয়ে মোট ৫১ থেকে ৫২টি হলে মুক্তি পাবে ছবিটি। ছবির প্রচারে ২ নভেম্বর একটি সাংবাদিক সম্মেলন হওয়ার কথা রয়েছে কলকাতায়।‘

ঈদুল আজহায় (২৯ জুন) দেশের ১০৫টি হলে মুক্তি পেয়েছিল, দ্বিতীয় সপ্তাহে আরো চারটি হল বেড়েছিল। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত