বেশ কয়েক বছর ধরে সিনেমা ক্যারিয়ার ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। ‘পাঙ্গা’, ‘থালাইভি’, ‘ধকড়’, ‘তেজস’-একের পর এক সিনেমা বক্স অফিসে সুপার ফ্লপ। মাসখানেক আগেই কঙ্গনা জানিয়েছিলেন, নিজের সর্বস্ব বাজি রেখে বানিয়েছেন ‘ইমার্জেন্সি’ সিনেমা। তবে খবর বলছে, অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন অভিনেত্রী। অবশ্য সে ব্যাপারে নিজেই ঈঙ্গিত দিয়েছেন। বলেছেন, যদি ভগবান কৃষ্ণ তাকে আশীর্বাদ করেন তবে তিনি আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শ্রীকৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন কঙ্গনা। সেখানে তাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। প্রশ্ন আসে, তিনি লোকসভা ভোটে দাঁড়াবেন কি না? এতে কঙ্গনার উত্তর, ‘শ্রী কৃষ্ণ কি কৃপা রহি তো লড়েঙ্গে (শ্রী কৃষ্ণের কৃপা থাকলে লড়ব)।’ এরপর সনাতন ধর্মের গুণগান শোনা যায় কঙ্গনার মুখে। বলেন, ‘বিজেপি সরকারের প্রচেষ্টায়, আমরা ভারতীয়রা ৬০০ বছরের সংগ্রামের পরে এই দিনটি দেখতে পাচ্ছি।