বলিউডের সিনেমায় উঠে এসেছে বাংলাদেশের যশোরের মুক্তিযুদ্ধের গল্প। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন যশোরের চৌগাছার গরিবপুরে তুমুল যুদ্ধ হয়। এতে পাকিস্তানের বিপরীতে ছিল বাংলাদেশের ভারতীয় মিত্রবাহিনী। তারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল মিত্রবাহিনীর কাছে। এই যুদ্ধ নিয়ে এবার ‘পিপ্পা’ নামের সিনেমা বানানো হচ্ছে বলিউডে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। যুদ্ধযান পিটি-৭৬ ট্যাঙ্ককে ভারতীয় সেনারা ‘পিপ্পা’ নামে ডাকতেন। এই ট্যাঙ্কের কারণেই যশোরের যুদ্ধে লেজ গুটিয়ে পালিয়েছিল পাকিস্তানি বাহিনী। ওই ট্যাঙ্কের ডাকনামেই নির্মিত হচ্ছে অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটি। এতে ক্যাপ্টেন বলরাম সিং মেহতা চরিত্রে অভিনয় করেছেন ইশান খাট্টার। বলরাম মেহতার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর। এছাড়া দেখা যাবে প্রিয়াংশু পেনিয়ুলি এবং সোনি রাজদানকে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী এআর রাহমান। ‘পিপ্পা’ পরিচালনা করেছেন রাজা কৃষ্ণা মেনন। তন্ময় মোহন ও রবিন্দর রানধাওয়ার সঙ্গে মিলে চিত্রনাট্য লিখেছেন তিনিই। দেশপ্রেম, বীরত্ব ও আত্মত্যাগের গল্প বলা হয়েছে ‘পিপ্পা’ ছবিতে। আগামী ১০ নভেম্বর ওটিটি মাধ্যম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ছবিটি।