ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশকে বিশ্বে পরিচিত করতে মডেলদের অবদান অনেক : মাশিয়াত

বাংলাদেশকে বিশ্বে পরিচিত করতে মডেলদের অবদান অনেক : মাশিয়াত

প্রায় একযুগ আগে অর্থাৎ ২০১১ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা পাঁচে জায়গা করে নেন মাশিয়াত রহমান। প্লাটফর্মটি থেকে বের হয়ে নিজেকে থীতু করেন মডেলিংয়ে, পাশাপাশি অভিনয় করেন নাটকেও। চঞ্চল চৌধুরী, আফরান নিশো, নিলয় আলমগীরদের সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে অভিনয় করেন।

মাঝে বছর কয়েকের বিরতি কাটিয়ে ফের নিয়মিত হন পর্দায়। সম্প্রতি তিনি অংশ নিয়েছিলেন প্যারিসের ‘মেড ইন বাংলাদেশ’ ফ্যাশন শোতে। প্যারিসের র‌্যাম্পে এটিই তার প্রথম ক্যাটওয়াক। মাশিয়াত ছাড়াও এতে আরো অংশ নিয়েছিলেন দেশের পাঁচ মডেল দেশের পাঁচ মডেল মাশিয়াত রহমান, শিরিন শীলা, মীর মারিয়াম, সিম্মি তাসপিয়া ও আফসানা স্পৃহা এবং প্যারিসের ১৫ জন মডেল। তারা বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার সামী আলমের নকশাকৃত পোশাক পরে র‌্যাম্পে হাঁটেন। ফ্যাশন শো প্রসঙ্গে মাশিয়াত রহমান বলেন, এই ইভেন্টটি আমার জন্য একইসঙ্গে ছিল রোমাঞ্চকর ও গর্বের। এখান থেকে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি সেটা আমাকে আগামী দিনের পথচলায় বিশেষ প্রেরণা জোগাবে। এরকম একটা শোতে অংশ নিতে পেরে খুবই ভালো লেগেছে। সেইসঙ্গে আরো বেশি ভালো লেগেছে এজন্য যে, দেশের বাইরে নিজ দেশকে উপস্থাপন করতে পেরে। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন লাক্সতারকা মাশিয়াত। কাজ করেছেন দেশের সব নামি ব্র্যান্ড ও ফ্যাশন হাউজগুলোর সঙ্গে। অভিনয় করলেও মডেলিংয়েই বেশি ফোকাস দিতে চান। ভালো গল্প কিংবা চরিত্র পেলে কাজ করতে চান ওয়েব বা সিনেমাতেও। তিনি বলেন, অভিনয় এখনো করছি, সামনেও করে যাব। এখন ওয়েবে ভালো কাজ হচ্ছে। পছন্দমতো গল্প পেলে অবশ্যই কাজ করতে চাই। সিনেমার প্রস্তাব আগেও পেয়েছি কিন্তু মনমতো পাইনি বলে করা হয়নি। যদি কখনো ব্যাটে-বলে মিলে তাহলে সিনেমা করা হবে। লাক্স তারকার ভাষ্য, আমার মেইন ফোকাস এখন শুধু মডেলিং নিয়ে। মডেলিংয়ের মধ্য দিয়েই আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। দেশে এবং দেশের বাইরে ছাপ রাখতে চাই। আন্তর্জাতিক অঙ্গনে অর্থাৎ বিশ্বে বাংলাদেশকে আরো অনেক বেশি পরিচিত করতে চাই। বাংলাদেশকে বিশ্বে পরিচিত করে তুলতে মডেলদের অনেক অবদান আছে। সেটাকে আরো সুদৃঢ় করতে চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত