ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মীর সাব্বির-হাসির ‘মেঘে ঢাকা চাঁদ’

এখন রোমান্টিক কমেডি নাটকের যুগ চলছে
মীর সাব্বির-হাসির ‘মেঘে ঢাকা চাঁদ’

প্রযোজনা প্রতিষ্ঠান ভিজুয়াল সীন এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পেয়েছে একক নাটক ‘মেঘে ঢাকা চাঁদ’। নাটকটির মূল ভুমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও কামরুন্নাহার হাসি। মানব মিত্রের স্ক্রিপ্টে নাটকটি পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর।

নাটক প্রসঙ্গে পরিচালক সম্রাট জাহাঙ্গীর বলেন, ‘এখন রোমান্টিক কমেডি নাটকের যুগ চলছে। এই সময়ে এ ধরনের একটি গল্পে কাজ করতে পেরে ভালো লেগেছে। সাব্বির ভাইসহ অভিনয় শিল্পীদের সবাই নিজেদের সেরাটা দিয়েছেন। আশা করি সবার ভালো লাগবে।’ প্রযোজক হাবিবুর রহমান খান বলেন, ‘ট্রেন্ডি গল্পের বাইরে একেবারে অন্যরকম একটি গল্পের নাটক এটি। আশা করি দর্শক উপভোগ করবেন না। ইচ্ছা আছে সামনে নিয়মিত ভিন্নধর্মী গল্পে আরো কিছু কাজ করার।’ সম্পূর্ণ পারিবারিক ভিন্নধর্মী গল্পে নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন জামশেদ শামীম, মনিরা আক্তার মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ। নাটকটি ভিজুয়াল সীন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত