তাহমিনা অথৈর ‘আজব ছেলে’
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে মানিক মানবিক পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘আজব ছেলে’। ডক্টর মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছে। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ।
গত শনিবার শিল্পকলায় ছবিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে ছবি সংশ্লিষ্টদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিল্পাঙ্গনের গুণিজনরা। ছবিটি প্রসঙ্গে অথৈ বলেন, হাস্যরসের মধ্য দিয়ে ছবির গল্প এগিয়ে যায়। তবে, শেষের দিকে একটি টুইস্ট আছে। যা দর্শকের চোখে জল আনবে। বিশেষ প্রদর্শনীতে যারা ছিলেন তারা কাঁদতে কাঁদতে বের হয়েছেন। আয়োজনে উপস্থিত জাফর ইকবাল স্যারও বলেছেন, আমি টিস্যু নিয়ে এসেছিলাম। সেটি কাজে লেগেছে। অথৈ যোগ করে আরো বলেন, এ ছবিতে একটি দিনের গল্প তুলে ধরা হয়েছে। গাড়িতে শুটিং করেছি। প্রায় ১ বছর লেগেছিল শুটিং সম্পন্ন করতে। ঢাকা ও তার আশপাশে বিভিন্ন জায়গায় শুটিং করেছি। করোনার আগেই শুটিং শেষ হয়। নানাবিধ প্রক্রিয়া শেষ করে অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আশা করছি, যারা দেখবেন তারা হতাশ হবেন না। এর আগে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন অথৈ। যদিও ‘আজব ছেলে’ ছবির প্রস্তাবই তিনি প্রথম পেয়েছিলেন।