ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘নোনা পানি’

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘নোনা পানি’

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সৈয়দা নিগার বানু নির্মিত ‘নোনা পানি’ চলচ্চিত্রটি মনোনীত হয়েছে। আগামী ৫ থেকে ১২ ডিসেম্বর, ২০২৩ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতিবিষয়ক বিভাগের আয়োজনে উৎসবটি কলকাতায় অনুষ্ঠিত হবে। ওই উৎসবের ‘এশিয়া সিলেক্ট’ বিভাগে ‘নোনা পানি’ চলচ্চিত্রটির ‘ওয়াল্ড প্রিমিয়ার’ হবে। মর্যাদাপূর্ণ এই উৎসবের ২৯তম আসরের একমাত্র চলচ্চিত্র যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশের খুলনা অঞ্চলের প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘নোনা পানি’। বেঙ্গল ক্রিয়েসন্ লিমিটেড প্রযোজিত ও সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’ চলচ্চিত্রটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে যাদের গল্প সিনেমায় তেমনভাবে উঠে আসে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত