দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কয়েক বছর ধরেই আলোচনা চলছে গুণী নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’ নিয়ে। এ সিনেমার মূল অভিনয় করেছেন জয়া আহসান। কিন্তু এর সুবাস দর্শকের নাগাল পর্যন্ত যেন যেতেই চাইছিল না। কারণ, শুটিং শুরু হওয়ার ৭ বছর হয়ে গেলেও মুক্তির তারিখ আসেনি ছবিটির। তবে এবার সেই অপেক্ষার তালা ভাঙছে। চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ‘পেয়ারার সুবাস’। গত ২৩ নভেম্বর ছবিটিকে ছাড়পত্র দেয় বোর্ড। খবরটি নিশ্চিত করলেন ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে জানতে চাইলে নুরুল আলম আতিক বলেন, ‘আমাদের সিনেমাটা দীর্ঘ নির্মাণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। এরপর সেন্সর পেলাম, এটা অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের। আশা করছি, আগামী বছরের শুরুতেই আমরা সিনেমাটা প্রেক্ষাগৃহে মুক্তি দেব। তবে এখনো সিনেমা মুক্তির তারিখ নির্ধারণ হয়নি। শিগগিরই এ নিয়ে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেয়া হবে।’ ২০১৬ সালে পেয়ারার সুবাসের শুটিং শুরু হয়েছিল সিরাজগঞ্জ ও পাবনায়। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। বাকি থাকে পোস্টপ্রডাকশন। সেটা শেষ হতে লেগে গেছে আরো তিন বছর। পেয়ারার সুবাস মুক্তি পেতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওজের ব্যানারে। এছাড়া এ সিনেমার সহপ্রযোজনায় যুক্ত রয়েছে ওটিটি প্লাটফর্ম চরকি। আলফা-আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমাদের সিনেমা আনকাট সেন্সর পেয়েছে। সিনেমাটি আগামী বছর পেক্ষাগৃহে আসবে। এ নিয়ে দর্শকের অপেক্ষা অনেকদিনের। আশা করছি, গুণী নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা দিয়ে জয়া আহসান ফের দর্শকের মন জয় করবেন।’ সিনেমাটিতে মূল চরিত্রে আছেন জয়া আহসান। এতে তিনি এক গ্রাম্য নারীর চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলমসহ আরো অনেকে। এ সিনেমা নিয়ে জয়া আহসান বলেন, ‘আমার প্রথম সিনেমার পরিচালক ছিলেন নুরুল আলম আতিক। তার সঙ্গে কাজ করার সময়টা আমি সবসময় উপভোগ করি। খুব ভালো ও অন্য রকম একটা অভিজ্ঞতা হয়। এ কাজ যখন করেছি, তখনো একই রকম এক্সাইটেড ছিলাম। আমরা সাধারণরা সবসময় যে দৃষ্টিভঙ্গী দিয়ে ছবি দেখি বা কাজ দেখি, আতিক আসলে সবসময় নতুনভাবে নতুন কিছু দেখতে শেখায় বা দেখায়। আমার মনে হয়, এ ধরনের পটভূমিতে হয়তো বাংলা ছবি এর আগে হয়নি। আমার চরিত্রসহ এ সিনেমার প্রতিটা চরিত্র খুব শক্তিশালী। পুরো সিনেমায় একটা অন্য রকম ভাষা আছে।’ নুরুল আলম আতিক একজন গুণী টেলিভিশন নাট্যকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। এ নির্মাতার পেয়ারার সুবাস এখনো দেশে মুক্তি না পেলেও আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসবের মঞ্চে। চলতি বছরের এপ্রিলে ৪৫তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল পেয়ারার সুবাস। যে বিভাগে গোটা বিশ্ব থেকে মাত্র ১২টি সিনেমা স্থান পেয়েছিল। পুরস্কার না পেলেও সিনেমাটি দর্শকের মাঝে ইতিবাচক সাড়া পেয়েছিল। অন্য দিকে দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান। সম্প্রতি বলিউডের সিনেমায়ও হাতে খড়ি হয়েছে এ অভিনেত্রীর। ছোট পর্দা দিয়ে অভিনয় শুরু করেছিলেন তিনি। জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর সিনেমার মাধ্যমে। এ সিনেমায় পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এর ছয় বছর পর নুরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করে বড় পর্দায় নতুন করে যাত্রা করেন জয়া। আতিকের সর্বশেষ চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল সিনেমাটি। এবার অপেক্ষা আতিক ও জয়ার পেয়ারার সুবাস সিনেমার।