২০২৩ সালটি নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত থেকেছেন আশনা হাবিব ভাবনা। এরই মধ্যে তিনি কাজ শেষ করেছেন ‘দামপাড়া’, ‘যাপিত জীবন’ ও ‘পায়েল’ ছবির কাজ। এ সিনেমায় অভিনেত্রী ভাবনাকে দুই সময়ের চরিত্রে দেখানো হবে।
মুক্তিযুদ্ধের সময়কালীন যেমন ছিলেন মাহমুদা হক এবং বর্তমান সময়ের মাহমুদা হক চৌধুরী। স্ত্রী মাহমুদা হক চৌধুরী শহীদ এসপি শামসুল হকের স্মৃতি খুঁজতে আসবেন চট্টগ্রামে। সেই গল্প অতীতে (ফ্ল্যাশব্যাকে) ফিরে গিয়ে চিত্রায়িত হবে দামপাড়ায়। এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। অন্যদিকে নারীকেন্দ্রিক গল্পের সিনেমা ‘পায়েল’।
এটি পরিচালনা করছেন রায়হান খান। অন্যদিকে ‘যাপিত জীবন’ সিনেমাটি নির্মাণ করছেন ভাবনার বাবা হাবিবুর রহমান হাবিব। প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলেচিত উপন্যাস ‘যাপিত জীবন’। দেশ ভাগ, ভাষা আন্দোলনসহ নানা বিষয় উঠে এসেছে এই উপন্যাসে। এ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সরকারি অনুদানের এ ছবি। একেবারেই তিনটি ঘটনা ও প্রেক্ষাপটের গল্পের এ সিনেমাটি তিনটি নিয়ে নতুন বছরেই দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন ভাবনা। তিনটি ছবিতেই চ্যালেঞ্জিং চরিত্রে দেখা মিলবে তার। এ নিয়ে ভাবনা বলেন, অনেকেরই অভিযোগ ছিল আমি ছবি কম করি কেন। সেটা হচ্ছে ভালো কিছুর অপেক্ষাটা থাকে।
এবার কিন্তু তিন তিনটি ছবি করে ফেললাম। এ তিনটি ছবির গল্প ও আমার চরিত্র একেবারেই ৩ ধরনের। প্রতিটি চরিত্রই আমার কাছে আলাদা, এ কারণেই এগুলোতে কাজ করেছি। গতানুগতিক ছবি করতে চাইনি বলেই অপেক্ষা করেছি। এবার মনের মতো তিনটি ছবি মুক্তি পেতে যাচ্ছে নতুন বছরে। এটা আমার জন্য ভালো লাগার ব্যাপার। কারণ দর্শক অনেক দিন পর আমাকে নতুন করে পাবে তিন আঙ্গিকে। আমি তিনটি ছবি নিয়েই আত্মবিশ্বাসী, না হলে তো ছবিগুলো করতাম না। এখন অপেক্ষায় আছি ছবি মুক্তি পেলে দর্শকদের সাড়া কেমন মিলে সেটা দেখার। এদিকে এ ছবি তিনটির বাইরে আরো কয়েকটি সিনেমা নিয়ে কথা চলছে ভাবনার। ব্যাটে বলে মিললে সেগুলোর খবর দ্রুতই জানাবেন।