আ লা প ন

অবশ্যই পেশাদারিত্বের সঙ্গে সব কাজ করা উচিত

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাহিদা আফরান ফুল

সাহিদা আফরান ফুল। অভিনেত্রী এবং মডেল। মিউজিক ভিডিওতে কাজ করে পরিচিতি পান। টিভিসি, ওভিসি এবং বিভিন্ন ম্যাগাজিনের ফটোশুটেও কাজ করেন। তার ক্যারিয়ারের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোকিত বাংলাদেশের বিনোদন প্রতিবেদক রেজাই রাব্বীর সঙ্গে কথা বলেন তিনি।

সাম্প্রতিক সময়ে কি কি কাজ করছেন?

এখন পর্যন্ত আইটেম গান, র‌্যাম্প শো, মিউজিক ভিডিও, মডেলিং, ম্যাগাজিন, বিলবোর্ড ফটোশুট, টিভিসি, ওভিসি’র কাজ করা হয়েছে।

আপনার মডেলিং শুরু হয় কিভাবে?

আমি প্রথম দেশের বাইরে যুক্তরাষ্ট্রে একটা বিজ্ঞাপনের কাজ করি তখন থেকে আমার মডেলিং কাজ শুরু হয় ।

মডেলিং শুরুর প্রথম দিকের গল্প শুনতে চাই?

আমি যখন দেশের বাহিরে কিছু কাজ করি তখন ওই দেশের ভালো সারা পাচ্ছিলাম, তখন আমার কাজ করার আগ্রহ আরো বেড়ে যায়, একটা হসপিটালে ল্যাব টেকনোলজিস্টের চাকরি করতাম এবং পাশাপাশি মিডিয়াতেও কাজ করতাম। কিন্তু আমার পরিবার মিডিয়াতে কাজ পছন্দ করত না। ক্যারিয়ারের শুরুতে পরিবারের সাপোর্ট না পেলেও এখন একটা ভালো পর্যায়ে আসার পর পরিবার বিভিন্নভাবে আমাকে অনুপ্রাণিত করছে।

কাকে দেখে মডেলিংয়ে আসার আগ্রহ হলো?

নোরা ফাতেহিকে দেখে আমার মডেলিংয়ে আসার আগ্রহ জাগে।

আপনার প্রথম মিউজিক ভিডিও কোনটি?

প্রথম মিউজিক ভিডিও হলো এই জনমে বুজলি না তুই।

সিনেমার অফার পেলে কি করবেন?

সিনেমা করার কোনো ইচ্ছে নেই।

নাটকে অভিনয় করেছেন কি?

হ্যাঁ, নাটকে অভিনয় করতাম; কিন্তু নাটকে অভিনয় করতে ভালো লাগে না, তাই আপাতত নাটক অভিনয়ে আর জড়াতে চাচ্ছি না।

বাংলাদেশে এখনো অনেক নিম্নমানের মিউজিক ভিডিও তৈরি হচ্ছে, এর কারণ কী?

মানুষের বিকৃত রুচির কারণে কিছু কিছু পরিচালক নিম্নমানের মিউজিক ভিডিও তৈরি করছে। তবে সেগুলো সাময়িক সময় মানুষ দেখে থাকে। অনেক পরিচালক কিন্তু এখনও মানসম্মত কাজ করছেন।

দেশের মিউজিক ভিডিওর কতটা পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করেন?

অবশ্যই পরিবর্তন হয়েছে। ভালো কাজগুলো খেয়াল করলে দেখবেন এক একটা গান অনেক বাজেট দিয়ে প্রযোজক করে থাকে। তবে সস্তায় নিম্নমানের ক্যামেরা ও নিম্নমানের আর্টিস্ট দিয়ে ভালো কাজ আশা করা যায় না। অবশ্যই পেশাদারিত্বের সঙ্গে সব কাজ করা উচিত।