আজ ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আহমেদ সাব্বির রোমিও’র রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র‘“নিভে যাওয়া প্রদীপ’। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন পরিচালক নিজে ছাড়াও প্রিয়াংকা ইসলাম এবং শিশু শিল্পী আল শাহরিয়ার। কাজটিতে ডিওপি ছিলেন একে আজাদ। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র পরিচালক মনির হোসেন মিঠু। একজন অসহায় শিশু প্রতিবন্ধী ভাইয়ের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে কীভাবে তার একমাত্র বোন একান্ত অসহায় হয়ে সমাজের মুখোশধারী বিত্তশীলের হাতে শারীরিক নির্যাতনের স্বীকার হয়, সেই করুন কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
প্রিয়াংকা ভিশন ইউটিউব চ্যানেলে আজ সন্ধ্যায় মুক্তি পাবে’ নিভে যাওয়া প্রদীপ”। উল্লেখ্য সারা বিশ্বে ৩ ডিসেম্বর পালন করা হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। তারই ধারাবাহিকতায় বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে আজ উদযাপন হতে যাচ্ছে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। পাশাপাশি আজ বাংলাদেশ এ বছর ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করছে।