ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

‘কারার ঐ লৌহ-কপাট’

শুদ্ধ বাণী ও সুরে রেকর্ড করবে প্রনস

শুদ্ধ বাণী ও সুরে রেকর্ড করবে প্রনস

শুদ্ধ বাণী ও সুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহুল আলোচিত ‘কারার ঐ লৌহ-কপাট’ গানটি নতুনভাবে রেকর্ড করবে প্রনস। সেই উদ্দেশ্যে গত শনিবার শিল্পী রেবেকা সুলতানার রাজধানীর বাসভবনে করা হয় গানটি রিহার্সাল। অচিরেই প্রনস পরিবারের শুভানুধ্যায়ী শিল্পীবৃন্দের অংশগ্রহণে ‘কারার ঐ লৌহ-কপাট’ গানের স্টুডিও ভার্সন ভিজুয়ালাইজেশনসহ অবমুক্ত করা হবে। রিহার্সাল পরিচালনা করেছেন শিল্পী রেবেকা সুলতানা এবং শিল্পী করিম হাসান খান। অংশ নিয়েছেন শিল্পী পারভীন সুলতানা, শিল্পী বিধু চৌধুরী, শিল্পী নাহীদ মোমেন, শিল্পী মিনা হুদা এবং শিল্পী মহুয়া বাবর। ‘কারার ঐ লৌহ-কপাট’ বিতর্কে প্রনস পরিবার বরাবরই সোচ্চার। আগামী বিজয় দিবসের আগেই গানটি তৈরি হবে বলে সমন্বয়ক রফিক সুলায়মান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত