ইশতিয়াক রুপু একজন কবি ও কথাশিল্পী হলেও নিয়মিত গান লেখেন। গীতিকার হিসেবে তিনি বেশ জনপ্রিয়। শিল্প-সাহিত্যে তার অর্জন উল্লেখ করার মতো। তার সৃজনশীল কাজের জন্য বিভিন্ন সময় দেশ-বিদেশে বেশ কিছু সম্মাননা পেয়েছেন। এবার যুক্তরাষ্ট্রে প্রতিভা বিকাশের সর্বাধিক জনপ্রিয় ‘এনআরবি অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন তিনি। জনপ্রিয় গীতিকারের স্বীকৃতিস্বরূপ এ অ্যাওয়ার্ডটি পান জল জোসনার শহর সুনামগঞ্জের কৃতী সন্তান দীর্ঘদিন নিউইয়র্ক নগরে বসবাসকারী প্রবাসী লেখক ও কবি ইশতিয়াক রুপু। সম্প্রতি উডসাইডে কুইন্স প্যালেস, নিউইয়র্ক জাঁকজমক এবং দর্শক নন্দিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমির হাত থেকে সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি। এ অর্জন নিয়ে লেখক ও কবি ইশতিয়াক রুপু বলেন- ‘সব অর্জনই কাজের গতি বাড়িয়ে দেয়। গীতিকার হিসাবে এই অর্জন আমার জন্য গর্বের। আমি আয়োজকদের প্রতি চিরকৃতজ্ঞ। দোয়া করবেন আমি যেন আরো ভালো কাজ করতে পারি।’ অনুষ্ঠানের আয়োজক শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম। অনুষ্ঠানে দেশ ও বিদেশের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।