ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘বিজয় উল্লাস’ কনসার্ট

‘বিজয় উল্লাস’ কনসার্ট

স্বাধীনতার ৫৩ বছর পূর্তি এবং মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ

তান-রাত ইনস্টিটিউট-এর উদ্যোগে আগামীকাল যমুনা ফিউচার পার্কের কার্গো পার্কিং-এ ‘বিজয় উল্লাস’ কনসার্ট অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার বিকালে যমুনা ফিউচার পার্কের প্লেয়ার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় যমুনা গ্রুপের ব্র্যান্ডিং হেড শাফকাত। সংবাদ সম্মেলনে বাংলাদেশ তান-রাত ইনস্টিটিউট প্রধান উপদেষ্টা ড. মো: সাজ্জাদ বলেন, যুব ক্ষমতায়নের জন্য কাজ করছে তার প্রতিষ্ঠান। এবার নিয়ে তৃতীয়বারের মতো ‘বিজয় উল্লাস’ আয়োজন করতে যাচ্ছেন তারা। মূলত বিজয় দিবসকে কেন্দ্র করে গত দুই বছরের মতো এবারো ১৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই কনসার্ট। এতে বাংলাদেশের বহুল জনপ্রিয় ব্যান্ড তারকারা উপস্থিত থেকে দর্শক ও শ্রোতাদের গান শোনাবেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ব্যান্ড দলগুলো হচ্ছে, ওয়ারফেজ, আরসেল, এভয়েড রাফা, প্রিতম, হাসান, এশেজ, মেঘদল, ওয়ার সাইট, আফটার দ্য এপক্লিপ্স, ঐন্দ্রজালিক, নিভানিয়া, অলেখা এবং ব্যান্ড হাব। আয়োজকরা আশা করছেন প্রতিবারের মতো এবারো ৫০০০ হাজারেরও বেশি গানপ্রেমীদের আগমন ঘটবে এবারের কনসার্টে। এছাড়া সমাপনী আয়োজনে থাকছে প্রতীকী মোমবাতি আলোকিত (মোবাইল ফ্ল্যাশিং)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত