বাংলাদেশে মুক্তি পেয়েছে ভারতের চলচ্চিত্র মানুষ। ছবিটিতে অভিনয় করেছেন জিৎ, সুস্মিতা ও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। ছবিটি পরিচালনাও করেছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দার। এই ছবিটি বিভিন্ন ভাষায় ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি পেয়েছে। প্যান ইন্ডিয়ান ছবিতে প্রথমবারের মতো অভিষিক্ত হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী মিম। জিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এই ছবিতে কাজের অনুভূতি জানাতে গিয়ে মিম বলেন, ডেফিনিটলি এটা আমার জন্য আনন্দের। আমার অভিনীত একটা ছবি মুক্তি পাবে এটা আনন্দের না? তাছাড়া আমার মনে হয় আমিই বাংলাদেশের প্রথম অভিনেত্রী যে কিনা প্যান ইন্ডিয়ান মুভিতে কাজ করল। এখানে আমি স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে এসেছি, কিন্তু চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। ছবিটি বাংলাদেশেও ভালো ব্যবসা করবে জানিয়ে বিদ্যা সিনহা মিম বলছেন, বাংলাদেশে জিৎদার বড় একটা ভক্ত শ্রেণি আছে। আমার একটা ভক্ত শ্রেণি আছে, আর সঞ্জয় দা বাংলাদেশি নির্মাতা। স্বাভাবিকভাবেই আমরা অনুমান করছি এটা দর্শকরা গ্রহণ করবে। তাছাড়া ছবির গল্পও একটা শক্তি, যারা দেখবে তাদের ভালো লাগবে। তারা আলোচনা করবে, নতুন দর্শক আসবে। দিল্লিতে অনেক হলে ‘মানুষ’ হাউজফুল গেছে দিল্লিতে অনেক হলে ‘মানুষ’ হাউজফুল গেছে ভারতে ভালো ব্যবসা করেছে জানিয়ে মিম বলেন, ভারতে তো বেশ ভালো চলেছে। এটা প্যান ইন্ডিয়ান মুভি। বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে। দিল্লিতে বেশকিছু হলে ছবিটা হাউজফুল গেছে। আমার পরিচিত বন্ধু-বান্ধবদের মাধ্যমে জেনেছি। মুম্বাইয়েও আমার বন্ধুবান্ধব রয়েছে।