‘টর্চার সেল’-এ দৃক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
রাত ১২টা ১। ১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে এলো ‘টর্চার সেল’। দ্বিতীয় প্রজন্মের শীর্ষস্থানীয় ব্যান্ড দৃক নিয়ে এলো মুক্তিযুদ্ধভিত্তিক এই গানের একটি লিরিক ভিডিও। যেন এক টুকরো মুক্তিযুদ্ধ, একঝলক একাত্তর। দৃক মুখপাত্র ও ড্রামার হাসিবুল হোসেন উপল জানালেন, এটা আমাদের প্রথম অ্যালবামের গান। আমরা একটি পুরো অ্যালবাম করতে চেয়েছিলাম মুক্তিযুদ্ধ নিয়ে। শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তবে এই গানটি থেকে গেছে ২০১৫ সালের সেই অ্যালবামে। আমরা ওই গানটির ওপর ফের সামান্য কাজ করেছি। মিক্স-মাস্টার নতুন করে করেছি। তবে এ ছাড়া আর কোনো পরিবর্তন নেই। আগের কথা, আগের সুর, পুরোনো সংগীত আয়োজন। তবে একটি লিরিক ভিডিও করেছি গানের কথাগুলো সর্বসমক্ষে আনার জন্য। ‘একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি সব সময় মুক্তিযুদ্ধকে ধারণ করার চেষ্টা করেছি’- বললেন উপল। তাই রি-প্রোডিউস এই গানটি প্রকাশের জন্য বেছে নিয়েছি বিজয় দিবসকে। বিজয় দিবসের মতো এত বড় দিন আমাদের জাতীয় জীবনে আরেকটি আছে বলে আমি মনে করি না। আমাদের প্রথম অ্যালবাম (সেলফ টাইটেলড)-এর পঞ্চম গান ছিল এটি। আমরা প্রথম অ্যালবামটি অন্যরকম করতে চেয়েছিলাম। একটা স্টোরির ওপর ১০টি গান। যার মূল উপজীব্য ছিল মুক্তিযুদ্ধ। সবার প্রথমে এ গানটি করা হয়েছিল। টর্চার সেলে একটি ছেলে যখন টর্চারড হচ্ছে, তখন ওর ফিলিংটা আমরা ধরার চেষ্টা করেছি। তবে পরবর্তীতে আর ওই অ্যালবাম করা হয়নি। তবে গানটি থেকে গেছে। এটা একটা হার্ডরক গান। গান তৈরির অনুভূতি জানাতে গিয়ে উপল বললেন, ‘গানটি আমার প্রথম অ্যালবামের সবচেয়ে প্রিয় গান।