ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মুক্তিযুদ্ধ নিয়ে বছরের আলোচিত সিনেমা

মুক্তিযুদ্ধ নিয়ে বছরের আলোচিত সিনেমা

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার অন্যতম মাধ্যম চলচ্চিত্র। বিভিন্ন সময় এ পটভূমিতে চলচ্চিত্র নির্মাণ করা হলেও সংখ্যায় তা খুব বেশি নয়। কেননা, বিজয়ের ৫২ বছরে বিভিন্ন জনরায় কয়েক হাজার সিনেমা নির্মাণ হলেও মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা সাকুল্যে নির্মিত হয়েছে বড়জোর ষাট থেকে সত্তরটি! মানে বছরে গড়ে দুটি সিনেমাও নির্মিত হয়নি। যদিও মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা নির্মাণ নিয়ে সবসময় নানা প্রতিবন্ধকতার কথা জানিয়ে এসেছেন নির্মাতারা। বেশিরভাগই বলেছেন, যুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে হলে যে বাজেট প্রয়োজন, তার বরাদ্দ নেই। আবার অনেকে মুক্তিযুদ্ধের নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মত-বিভেদ মুক্তিযুদ্ধনির্ভর চলচ্চিত্র তৈরিতে অন্তরায় বলে মনে করেন।

চলতি বছর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে ১০টি। এরমধ্যে আলোচনায় এসেছে কয়েকটি। সিনেমাগুলো হচ্ছে মা, একটি না-বলা গল্প, রেডিও, ওরা ৭ জন, জেকে ১৯৭১, মৃত্যুঞ্জয়ী, মাইক, ফিরে দেখা, এবং ‘ফ্ল্যাশব্যাক ৭১’। এরমধ্যে ‘ফ্ল্যাশব্যাক ৭১’ সিনেমাটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সরকারি অনুদান পেলেও সিনেমাটি ১৫ ডিসেম্বর পূর্ণদৈর্ঘ্য ছবি হিসেবে মুক্তি পেয়েছে। এ বছর মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে ‘১৯৭১ সেই সব দিন’। হৃদি হকের নির্মাণে সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলেছে। বিশেষ করে সিনেপ্লেক্সের দর্শকদের এই ছবিটি নিয়ে দেখা গেছে দারুণ কৌতূহল। সাধারণ দর্শক থেকে চিত্রসমালোচক, সবাই ‘১৯৭১ সেই সব দিন’ এর নির্মাণ ও গল্প বলার উপস্থাপন পছন্দ করেছেন। হৃদি হকের পরেই এ বছর মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’ সিনেমাটি হয়েছে দর্শক নন্দিত। আলোচনায় ছিলো মুক্তিযুদ্ধনির্ভর আরেক ছবি ‘মা’। নাটকের দাপুটে নির্মাতা অরণ্য আনোয়ার সময়ের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেন। ১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের গল্প উঠে এসেছে এই ছবিতে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে অনন্য মামুনের ছবি ‘রেডিও’ নিয়েও ছিলো দর্শকের কৌতুহল। নির্মাতা ফাখরুল আরেফিন খান নিয়ে এলেন স্বাধীনতা যুদ্ধ নিয়ে প্রথম ইংরেজি ভাষার বাংলাদেশি চলচ্চিত্র ‘জেকে ১৯৭১’। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী নিয়ে শ্যাম বেনেগাল নির্মিত বছরের বহুল আলোচিত ‘মুজিব’ এর বড় অংশ জুড়ে আছে মুক্তিযুদ্ধ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত