বর্তমান সময়ে যে কোনো গান প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে ডিজিটাল মিউজিক প্লাটফর্ম। বিশ্বব্যাপী নানা ধরনের প্ল্যাটফর্ম থাকলেও মানুষের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় বা চাহিদার শীর্ষে রয়েছে ডিজিটাল অডিও-ভিডিও প্ল্যাটফর্মগুলো। কারণ, ব্যস্ত এই সময়ে মানুষ বিভিন্ন ডিজিটাল অডিও-ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে নিজের পছন্দের গান শুনছে মোবাইল ফোনের মাধ্যমে। কোনো সংগীতশিল্পী বা প্রতিষ্ঠান যখন একটি গানকে বিশ্বব্যাপী একযোগে প্রকাশ করতে চায়, তখন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো না কোনো ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম থেকে গানটি সঠিক প্রক্রিয়া অনুসরণ করে প্রকাশ করতে হয় এবং এটির গুরুত্ব অনেক। সারা বিশ্বে অনেক মিউজিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম রয়েছে। তবে সব ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মের সেবা এক রকম নয়। তেমনই একটি আন্তর্জাতিক ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম হচ্ছে ‘গান বাক্স মিউজিক’ যারা ডিজিটাল ডিস্ট্রিবিউশনের প্রায় সব শাখায় কাজ করে থাকে। গান বাক্স মিউজিকের কান্ট্রি হেড যোয়েল ডি কস্তা বলেন, আমরা শুরুতে শিল্পী বা স্টেইক হোল্ডারদের ডিজিটাল ডিস্ট্রিবিউশনের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করি। এরপর চুক্তি করে প্রক্রিয়া শুরু করি। আমরা বিশ্বব্যাপী সব ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও এবং মিউজিক ভিডিও প্রকাশ করার পাশাপাশি সারা বিশ্বের ২৪০টিরও বেশি ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে গান ডিস্ট্রিবিউশনের মাধ্যমে গানের রয়্যালিটি কালেকশন করে সংগীতশিল্পী, সুরকার, গীতিকার ও অডিও লেবেল বা গানের স্টেইক হোল্ডারদের মাঝে তা ডিস্ট্রিবিউশন করি। গান বাক্স মিউজিক ঘনিষ্ঠভাবে কাজ করছে ইউটিউব, স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, ডিজার, ফেসবুক, অন্যান্য প্রধান DSP-এর সঙ্গে। তাছাড়া গাানের মূল স্বত্বাধিকারী গান বাক্স মিউজিকের মাধ্যমে DSP থেকে সরাসরি সহায়তা পাচ্ছেন।