ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাজীব মণি দাসের ‘প্রায়শ্চিত্ত’

রাজীব মণি দাসের ‘প্রায়শ্চিত্ত’

জনপ্রিয় অভিনেত্রী (মরহুমা) হুমাইরা হিমু অভিনীত সর্বশেষ নাটক প্রায়শ্চিত্ত। বড়দিনে প্রায়শ্চিত্ত নাটকটি স্বপ্নের কারিগর ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। রাজীব মণি দাসের পরিচালনায় নাটকটি রচনা করেছেন কণা তেরেসা পালমা। স্বপ্নের কারিগরের ব্যানারে নাটকটি নির্মিত হয়েছে। হুমাইরা হিমু ছাড়াও নাটকে আরো যারা অভিনয় করেছেন- ক্লিনটন রোজারিও, মাহমুদুল ইসলাম মিঠু, নীলা ইসলাম, জামাল রাজা, মেঘলা পিনারু, ডেনি পিনারু, এবি রশিদসহ আরো অনেকে। গল্পে দেখা যায়, চান্দু শেখ পেশায় একজন ডোম, যে কি না লাশকাটা ঘরে লোভে পড়ে নারীদের মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। চান্দু শেখের এই আচরণকে একটি মানসিক ব্যাধি হিসেবে চিহ্নিত করেছে মনরোগ বিশেষজ্ঞরা। তার এই মানসিক অসুস্থতা বা ব্যাধির কারণে তার আশপাশের মানুষজনও হয়রানির বা ভোগান্তির শিকার হয়ে থাকে। এই ধরনের মানসিক ব্যাধির কারণে অন্য কোনো ব্যক্তি এমনভাবে শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা আইনিভাবে অপরাধ হিসেবে গণ্য হতে হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত