ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

লেনিনের গান এবার হিন্দিতে

লেনিনের গান এবার হিন্দিতে

নব্বই দশকের শেষের দিকে অর্থাৎ দু-হাজার সালে ‘নিঝুম রাতে’ শিরোনামের অ্যালবাম দিয়ে গানের ভুবনে পথচলা শুরু করেন শ্রোতাপ্রিয় গায়ক, মডেল ও উপস্থাপক মীর শরীফ হাসান লেনিন। অনেকের কাছে তিনি লেনিন খান নামে পরিচিত। এরপর প্রকাশ পায় ‘ভালোবাসার ময়না আমার’, ‘লাল শাড়িতে ময়না আমার’, ‘প্রিয় থেকে প্রিয়জন’সহ মোট ছয়টি অ্যালবাম। এই গায়ক এ পর্যন্ত প্রায় একশো মৌলিক গান গেয়েছেন। হয়েছেন বিজ্ঞাপনের মডেল। এই গায়কের ‘স্বাধীনতা কখনো ঘোষণা হতো না’ প্রকাশের পর শ্রোতামহলে বেশ সাড়া ফেলে। অন্তর্জালে গানটি ব্যাপকভাবে ছড়িয়ে আছে। গানটি লিখেছেন লেনিনের মা সংসদ সদস্য হোসনে আরা। গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন লেনিন। সংগীতায়োজন করেন ভারতের রকেট মন্ডল।

গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গানটি ভারতকে সম্মান জানিয়ে হিন্দিতে প্রকাশ পায়। নতুন বছরে গানটি নতুন ভাবে ইংরেজিতে আসছে। এই প্রথম বঙ্গবন্ধুর কোনো গান বাংলার পরে হিন্দি এবং ইংরেজিতে আসছে। লেনিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটির ইংরেজি ভার্সন মুক্তি পাবে। আন্তর্জাতিকভাবে গানটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই এ উদ্যোগ নিয়েছেন বলে জানান এই শিল্পী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত