‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রের টাইটেল গান গাইলেন সঙ্গীত শিল্পী বাধন সরকার পূজা এবং শাহরিয়ার আলম মার্সেল। ‘বন্ধুরা’ শিরোনামের গানটি লিখেছেন মামুন আফনান রুমি। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল নিজেই। সঙ্গীত শিল্পী পূজা বলেন, ‘গানটির কথা অসাধারণ। সুরের মাঝে বেড়ানোর একটি ফ্লেভার আছে। গানটিতে কণ্ঠ দেওয়ার সময় অনেক তৃপ্তি পেয়েছি।’ গানটির সঙ্গীত পরিচালক এবং শিল্পী শাহরিয়ার আলম মার্সেল বলেন, ‘গানটির কথার মাঝে এক ধরনের এডভেঞ্চার আর উচ্ছ্বাস আছে। সেই টেস্টটা দেয়ার চেষ্টা করেছি। বন্ধুরা একসঙ্গে বেড়াতে গেলে যে আবেগটা কাজ করে সেই ব্যাপারটা আছে গানটিতে। আশা করি বেড়ানোর সময় মানুষ গানটিকে বেছে নিবে।’ গোয়েন্দাগিরিখ্যাত পরিচালক নাসিম সাহনিক পরিচালিত এবং আম্মাজান ফিল্মস প্রযোজিত ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রটির ক্যামেরা এরইমধ্যে ক্লোজ হয়েছে। এখন চলছে পোস্ট প্রডাকশনের কাজ। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কায়েস আরজু, শিরিন শিলা, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, সুবর্না সাইদ, লাবনি লাকি, তারেক মাহমুদ, মুসাফির সৈয়দ প্রমুখ। চলচ্চিত্র পরিচালক নাসিম সাহনিক বলেন, ‘গানটি চলচ্চিত্রের গল্পের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ। গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পীরা দারুণ মেধার পরিচয় দিয়েছেন। তাদের সৃজনশীল অবদান দর্শকশ্রোতাদের মুগ্ধ করবে
আশা করা যায়।’ ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রের প্রযোজক মামুনুর ইসলাম বলেন, ‘শিগগিরই আমাদের চলচ্চিত্রটি মুক্তি পাবে। তখন দর্শক বিভিন্ন মাধ্যমে গানটি শুনতে পাবে। গানটি চলচ্চিত্রটিকে বিশেষ একটি
মাত্রা দিয়েছে।’