দর্শকদের এতো ভালোবাসা পাব তা অপ্রত্যাশিত

আব্দুল হাসিব বিন ইদ্রিস

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের সংগীত জগতে এক অপূর্ব স্বরলিপি হিসেবে স্থান পেয়েছেন আব্দুল হাসিব বিন ইদ্রিস। গায়ক হলেও বর্তমানে সংগীত পরিচালক হিসেবে বেশি পরিচিতি অর্জন করেছেন সঙ্গীত পরিচালক, গায়ক, কণ্ঠশিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিস। তার মাধ্যমে ইসলামিক সংগীতের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য প্রকাশের সময়ে আব্দুল হাসিব বিন ইদ্রিস অপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আব্দুল হাসিব বিন ইদ্রিস সঙ্গীতে অদ্বিতীয়। সংগীত সমৃদ্ধি, মধুর আবৃত্তি ও মধুর গায়কত্বের সমন্বয় প্রচুর ভালোবাসা পেয়েছে। ছোটবেলা থেকে গানের প্রতি প্রবল ইচ্ছা এবং ভালোবাসা থেকেই সংগীত শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলা। যার শুরুটা ২০১৮ সাল থেকে হলেও পেশাগতভাবে সংগীত শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন ২০২০ সালে থেকে। তখন থেকেই বিভিন্ন টিভি নাটকগুলার আবহ সংগীত ও একক সংগীতের পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি বেশ কিছু ইসলামিক গজল নিয়ে তিনি কাজ করেন। শুরুতে সাফল্য না পেলেও বর্তমানে তার বেশ কিছু ইসলামিক গজল ইউটিউব এবং টিকটকে প্রচুর সাড়া ফেলেছে। এর মধ্যে ‘বারে বারে পথ ভুলি, এবং ‘তুমি এসেছ বলে, অন্যতম। এ দুটো সংগীত গেয়েছেন আব্দুল হাসিব বিন ইদ্রিস। এই বিষয়ে জানতে চাইলে আব্দুল হাসিব বিন ইদ্রিস উচ্ছাস প্রকাশ করে বলেন, দর্শকদের এত ভালোবাসা পাব তা অপ্রত্যাশিত। এভাবে অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে এই ধরনের আরো গজল উপহার দিতে চাই। কিছুদিন আগে তার টিমের ইউটিউব চ্যানেলটি ২ মিলিয়ন সাবস্ক্রাইব অতিক্রম করেছে। বর্তমানে প্রতিষ্ঠিত বাংলাদেশি গায়ক এবং সুরকার আব্দুল হাসিব বিন ইদ্রিসের সাফল্যের সাথে তার জনপ্রিয়তাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।